Advertisement

ভাইরাল

কোভিড লোনের ৪২ লক্ষ টাকা দিয়ে অদ্ভুত শখপূরণ ব্যক্তির, তারপর...

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Oct 2021,
  • Updated 8:40 AM IST
  • 1/7

করোনা মহামারির কারণে সারা বিশ্বের অধিকাংশ মানুষকেই চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হয়েছে। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য সমস্যায় পড়েন এমন ব্যক্তিদের কোভিড ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। 
 

  • 2/7

কিন্তু অনেকেই অপ্রয়োজনীয়ভাবে এই ঋণের অর্থ ব্যবহার করা শুরু করেছে।
 

  • 3/7

জর্জিয়ার এক ব্যক্তি কোভিড মোকাবিলার জন্য ঋণ নেন। কিন্তু এই ঋণ নিয়ে কিনে ফেলেন কয়েক লক্ষ টাকার পোকেমন কার্ড। 
 

  • 4/7

সরকার থেকে ৫৭ হাজার ডলার কোভিড লোন অর্থাৎ ৪২,৮০,০২৭ টাকা দিয়ে পোকেমন কার্ড কিনে ফেলেন।
 

  • 5/7

আদালতে তদন্তের পর দেখা গেছে, ডাবলিনের এক ব্যক্তি তাঁর ব্যবসায় নিযুক্তদের কোম্পানির মোট রাজস্ব নিয়ে মিথ্যে বলে করোনা ত্রাণ ঋণের জন্য মিথ্যা আবেদন করেছিলেন। এই অর্থ তিনি তাঁর শখ পূরণে ব্যবহার করেছিলেন।
 

  • 6/7

সেখানকার তদন্তকারী সংস্থা ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছে এবং তদন্তের পর তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। আদালত জানিয়েছে,  গত বছরের আগস্টে পাওয়া ৮৫ হাজার ডলার অর্থ সাহায্য পান, এর মধ্যে ৫৭,৭৮৯ ডলার অর্থাৎ প্রায় ৪২ লক্ষ টাকা পোকেমন কার্ড কেনার জন্য ব্যবহার করেছেন।
 

  • 7/7

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এই বিষয়ে অস্বীকার করে একটি বিবৃতি দিয়েছে অভিযুক্তের আইনজীবী। সেই ব্যক্তি কেনা পোকেমন কার্ড বিক্রি করা যেতে পারে। সংগ্রাহকরা ট্রেডিং কার্ড, ভিডিও গেম এবং অন্যান্য স্মারকগুলির জন্য বিড করতে পারেন।
 

Advertisement
Advertisement