আলু ভাজা ৯০ টাকা। বেগুন ভাজা ৯০ টাকা। চাটনি ৯০ টাকা। কলকাতার এক বিখ্যাত বাঙালি রেস্তোরাঁয়র মেনু কার্ডের এই ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (বাঁ দিকে ছবিটি রেস্তোরাঁর ফেসবুক পেজ থেকে নেওয়া ও ডান দিক প্রতীকী ছবি)
'ভূতের রাজা দিল বর' নামে ওই রেস্তোরাঁর পেজে সম্প্রতি মেনু কার্ডের ছবি আপলোড করা হয়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। (প্রতীকী ছবি)
তবে ভাইরাল হওয়ার কারণ কিন্তু খাবার নয়। ওই রেস্তোরাঁর বিভিন্ন পদের যা দাম, তাই দেখে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে ভোজনরসিক বাঙালির। (প্রতীকী ছবি)
আলু ভাজা, বেগুন ভাজা ৯০ টাকা। শুক্তো ১৬০ টাকা, পদ্মা পাড়ের ইলিশ ভাপা ৫২৫ টাকা। এক পিস পমফ্রেট মাছ ভাজা ২৭৫। (প্রতীকী ছবি)
দাম দেখে নানারকম কমেন্ট আসতে থাকে। এক নেটিজেন কমেন্টে লেখেন, "এটা ভূতদের জন্য দাম বানানো, সেই ভেবেই তৈরি।" (প্রতীকী ছবি)
আরেক জন কমেন্ট বক্সে এসে লেখেন, "আপনাদের আলু ভাজার দামে কাল রাতে চিকেন বিরিয়ানি খেলাম, এক্সট্রা আলু দিয়েছিল, আবার, ভাবুন!" (প্রতীকী ছবি)
মজার সুরে আরেকজন লেখেন, "বরই এরকম হলে অভিশাপ কেমন হবে?" (প্রতীকী ছবি)
রেস্তোরাঁর মেনু কার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম-ট্রোলের বন্যা বয়ে যায়। শেষে রেস্তোরাঁর মেনু কার্ডের পোস্টে কমেন্ট বক্সের কমেন্ট করার অপশন বন্ধ করে দেওয়া হয়। (প্রতীকী ছবি)
যদিও ওই রেস্তোরাঁর পেজে অনেকে বলেছেন, যদি না যাওয়ার থাকে, তাহলে যাবেন না। অনেকে আবার খাবারের প্রশংসাও করেছেন। (প্রতীকী ছবি)
রেস্তোরাঁর মোবাইল নম্বর (যেটি তাদের ফেসবুক পেজে দেওয়া ছিল। ফোন করলে কোনও জবাব মেলেনি। মেসেজ করা হলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও উত্তর আসেনি। (প্রতীকী ছবি)