ঠেলা গাড়িতে সারি সারি পেয়ারা। আর দাঁড়িপাল্লা হাতে সেই পেয়ারা বেচছেন মুর্শিদাবাদ জেলার লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার। তাঁর পেয়ারা বিক্রি করার ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
এই ঘটনা সামনে আসার পর থেকে মোবাইলে মোবাইলে ঘুরছে তন্ময়বাবুর পেয়ারা বিক্রির ছবি। অতিরিক্ত পুলিশ সুপারকে এই ভূমিকায় দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা।
কিন্তু, কীভাবে পেয়ারা বিক্রেতা হয়ে উঠলেন তন্ময়বাবু? নেপথ্যে রয়েছে এক মজার গল্প। অতিরিক্ত পুলিস সুপার বলেন, 'শনিবার দুপুরে আমি ও অন্য এক পুলিশকর্মী সাদা পোশাকে বহরমপুর বাজারে দাঁড়িয়েছিলাম। পাশেই একজন ঠেলা গাড়িতে পেয়ারা বিক্রি করছিলেন। সেই পেয়ারা বিক্রেতা বলেন, দাদা সকাল থেকে দোকান ফেলে খেতে পারিনি। জলখাবার খেতে যেতাম। আমার দোকানটা একটু দেখবেন?' বিক্রেতার এই অনুনয়ে রাজি হয়ে যান তন্ময়বাবু।
ব্যাস, তারপর রীতিমতো পেশাদার বিক্রেতার মতো পেয়ারা বিক্রি করতে শুরু করেন। তন্ময়বাবুর কথায়, 'একটু পরেই একজন খদ্দের পেয়ারা নিতে আসেন। এইভাবে বেশ কয়েকজনকে পেয়ারা বিক্রি করেছি। একজন পেয়ারা বিক্রেতার অভিজ্ঞতা সঞ্চয় করলাম। বেশ ভালো লেগেছে।'
অনেকে তন্ময়বাবুর পেয়ারা বিক্রির ছবি ইতিমধ্যেই শেয়ার করেছেন ফেসবুকে। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অনেকে বলছেন, পুলিশ আধিকারিক হয়েও সরল মনে সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়ার নজির গড়লেন তন্ময়বাবু।
আর সেই পেয়ারা বিক্রেতা বলেন, 'আমি বুঝতেই পারিনি, উনি একজন পুলিশ আধিকারিক। আমি একবার অনুরোধ করা মাত্র উনি আমার কথা মেনে নিলেন। আমার ভ্যান থেকে পেয়ারা বিক্রি করেছেন, ভেবে ভালো লাগছে।'
আর একজন নেটিজেন লিখেছেন, 'প্রশাসনের এমনই মানবিক হওয়া দরকার । আপনার জন্য গর্ব বোধ করছি স্যার। খুব ভালো থাকবেন।'