Advertisement

ভাইরাল

হোটেলে নেই ছাদ-দেওয়াল, শুতে হবে খোলা আকাশের নিচেই, জানেন কোথায়?

Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Jul 2021,
  • Updated 10:26 PM IST
  • 1/7

বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে বেশিরভাগ পর্যটকই গুরুত্ব দেন হোটেলের গুণমানে। যেখানে তাঁরা পেতে পারেন সমস্ত পরিষেবা। এর মধ্যে দম্পতিরা আবার খোঁজেন এমন জায়গা ও হোটেল যেখানে তাঁদের কেউ বিরক্ত করবে না। এই প্রতিবেদনে তেমনই এক হোটেলের কথা বলা হবে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, এই হোটেলে না আছে ছাদ, আর না আছে দেওয়াল। (সমস্ত ছবি সূত্র - Null Stern Hotel_insta)

  • 2/7

হোটেলটির নাম হল নাল স্টার্ন (Null Stern)। সুইজারল্যান্ডের সুইস আল্পস পর্বতে অবস্থিত এই হোটেলটি দম্পতিদের প্রথম পছন্দ। এটি হল একটি ওপেন এয়ার হোটেল। রয়েছে মাত্র একটিই ঘর। যাঁরা এই হোটেল থাকেন তাঁদের মুক্ত আকাশের নিচেই শুতে হয়। ২০১৬ সালে চালু হয়েছিল হোটেলটি। 

  • 3/7

সমুদ্র তট থেকে প্রায় ৬,৪৬৩ ফুট উচ্চতায় অবস্থিত এই হোটেলের একরাতের ভাড়া প্রায় ১৭ হাটার টাকা। তবে হোটেলে থাকার বিষয়টি অনেকাংশেই আবহাওয়ার ওপরে নির্ভরশীল। আবহাওয়া খারাপ থাকলে বুকিং বাতিল করা হয়। 

  • 4/7

হোটেলে, ছাদ, দেওয়াল শৌচাগার বা রিসেপশান, কিছুই নেই। মিলবে শুধু খোলা আকাশের নিচে একটি বিছানা। প্রকৃতির ডাকে সাড়া দিতে পর্যটকদের যেতে হবে ৫ মিনিটের দূরত্বে অবস্থিত পাবলিক টয়লেটে। 
 

  • 5/7

পাহাড় ঘেরা এই স্থানটি অতীব সুন্দর। এই হোটেল থাকতে হলে আগে থেকে করতে হয় বুকিং। যদিও করোনাকালে হোটেলের বুকিং বন্ধ রয়েছে। 
 

  • 6/7

হোটেল বুকিং বন্ধ রাখার কথা ওয়েবসাইটে ঘোষণাও করেছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে ২০২১-এ আর বুকিং করা যাবে না বলেই জানান হয়েছে। 
 

  • 7/7

একইসঙ্গে ২০২২-এ কী ধরনের বুকিং নেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছে হোটেল কর্তৃপক্ষ। 
 

Advertisement
Advertisement