Advertisement

ভাইরাল

ইন্টারনেটে ফিল্মি স্টাইলে ভারতীয়কে ওয়ালেট খুঁজে দিলেন পাক নাগরিক! Viral

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Aug 2021,
  • Updated 2:49 PM IST
  • 1/7

সোশ্যাল মিডিয়ার কী ক্ষমতা! খারাপ- ভালো যতই তর্ক থাকুক না কেন, এর ভালো দিকগুলি কিন্তু খারাপকে ছাপিয়ে যায়। সম্প্রতি যার এক অভিনব প্রমাণ মিলল। পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্যক্তি রাস্তায় পড়ে থাকা একটি মানিব্যাগ দেখেন। মানিব্যাগটি কার কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে সোশ্যাল মিডিয়ায় মানিব্যাগটির ছবি দিয়ে লেখেন এটি কার? আশ্চর্যভাবে কিছু সময় পর এই মানিব্যাগটির আসল মালিককেও খুঁজে পাওয়া যায়। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে পড়ে।
 

  • 2/7

এই মহান ব্যক্তির নাম গাজী তৈমুর। তিনি লন্ডনের শোরডিচ হাই স্ট্রিটে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন। বাদামী রঙের এই মানিব্যাগটি দেখার পর, তিনি এটির মালিকের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি লাইভ টুইটের মাধ্যমে তাঁর ফলোয়ার্সদেরকে বলেন, ব্যাগটির আসল মালিকের কাছে পৌঁছে দিতে সাহায্য করতে।
 

  • 3/7

মানিব্যাগটি দেখার পর তৈমুর জানতে পারেন এটি রাহুল নামে এক ব্যক্তির মানিব্যাগ। এর পরে, তিনি গুগল, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না। শেষে লিঙ্কডিন থেকে আসল মালিককে খুঁজে বের করেন।
 

  • 4/7

শুধু তাঁকে খুঁজে পেয়েই ক্ষান্ত হননি। তৈমুর তখন টুইটারে পোস্ট করে লেখেন- লিঙ্কডিন-এর মতে, রাহুল ইউকে ফুড কোম্পানিতে কাজ করেন। এখন আমি ওই কোম্পানির প্রধান কার্যালয়ে ফোনকরে যাচ্ছি এবং গুগল ম্যাপের সাহায্যে ওই কোম্পানির প্রধান কার্যালয় খুঁজে বের করার চেষ্টা করছি। 
 

  • 5/7

টুইটারে লিখতে গিয়ে তিনি মশকরা করে বলেন, "মনে হচ্ছে আমি যেন বলিউডের অভিনেত্রীদের মতো আমার প্রেমিককে খুঁজছি।" আরও লেখেন, রাহুল বলিউডের অনেক রোমান্টিক ছবিতে প্রধান নায়কের নাম। তাই যখন আমি এই মানিব্যাগের মালিকের নাম জানতে পারলাম, তখন আমি এই ধারণাটি পেলাম।
 

  • 6/7

তৈমুর মানিব্যাগ নিয়ে রাহুলের অফিস ভবনে পৌঁছন। সেখানে নিজের ছবিও তোলেন। তৈমুর তার টুইটে লেখেন- রাহুল অবাক হয়ে যান যে আমি তাঁর মানিব্যাগ নিয়ে তাঁর কাছে পৌঁছেছি। সোশ্যাল মিডিয়ায় ভারত ও পাকিস্তানের বহু মানুষ এই ঘটনায় নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
 

  • 7/7

এক নেটিজেন লেখেন, আমার এই দিলওয়ালে স্টাইলের গল্পটি ভাল লেগেছে। সাবাশ.! আমাদের এরকম গল্প আরও দরকার। তৈমুর ওই নেটিজেনদের কমেন্টে লেখেন, যদি অপরিচিতরা একে অপরকে অফলাইন এবং অনলাইনে সাহায্য করা শুরু করে, তাহলে আমি নিশ্চিত যে আমরা একদিন উন্নত পৃথিবী গড়ে তুলতে পারব।

Advertisement
Advertisement