Advertisement

ভাইরাল

একরত্তিকে হাঁড়িতে ভাসিয়ে পোলিও খাওয়াতে এলেন বাবা, দেখুন

প্রসেনজিৎ সাহা
  • ক্যানিং,
  • 27 Sep 2021,
  • Updated 6:56 PM IST
  • 1/10

পোলিও টিকা (Polio Vaccine) দিতে গ্রামে গ্রামে পৌঁছে গেলেন স্বাস্থ্য দফতরের মহিলা কর্মীরা। তারমধ্যেই উঠে এল মানবিক দৃশ্য।

  • 2/10

 ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২ নম্বর ব্লক (Canning South 24 Parganas)। এলাকার সারেঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের সিংহেশ্বরী গ্রামে এক হাঁটু জলে দাঁড়িয়ে এক শিশুকে পোলিও টিকা দিতে দেখা গেল এক মহিলা কর্মীকে।

  • 3/10

ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, জলে ভাসমান হাঁড়ির মধ্যে শুয়ে রয়েছে এক শিশু। পাশে দাঁড়িয়ে রয়েছেন শিশুটির বাবা। আর সেই অবস্থাতেই শিশুটিকে দেওয়া হচ্ছে পোলিওর টিকা। 

  • 4/10

এই প্রসঙ্গে ক্যানিং ২ নম্বর ব্লকের বিডিও প্রণব মণ্ডল জানাচ্ছেন, গত সপ্তাহের প্রবল বর্ষণের ফলে ক্যানিং ২ নম্বর ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েতের ১৬টি গ্রাম পুরোপুরি জলমগ্ন এবং ১৪টি গ্রাম আংশিক জলমগ্ন। (প্রতীকী ছবি)

  • 5/10

কোথাও ৩ ফুট, তো কোথাও ২ ফুট জল দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে ব্লকের স্বাস্থ্য দফতরের আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা পোলির টিকা নিয়ে জল ঠেলে বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন। 

  • 6/10

 প্রশাসনের পক্ষ থেকে তাঁদের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তারপরেও যেভাবে সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে টিকাকর্মীরা গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছেন, তাঁদের সেই প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন বিডিও। (প্রতীকী ছবি)

  • 7/10

প্রসঙ্গত, টানা বৃষ্টিতে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার বেশকিছু অঞ্চল জলমগ্ন। এর পাশাপাশি আবারও ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 8/10

সেক্ষেত্রে এর পরে বৃষ্ট হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।  

  • 9/10

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমে যাওয়া ও তার ফলে যানজটের আশঙ্কা রয়েছে

  • 10/10

তাছাড় কাঁচা রাস্তা ও জমির ফসলও ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Advertisement
Advertisement