Advertisement

ভাইরাল

৩৫ বছর পরে বাড়িতে জন্মাল মেয়ে, খুশিতে হেলিকপ্টার ভাড়া

Aajtak Bangla
Aajtak Bangla
  • 23 Apr 2021,
  • Updated 9:34 PM IST
  • 1/5

৩৫ বছর পরে বাড়িতে জন্ম নিয়েছে কোনও মেয়ে। আর সেই খুশিতে হেলিকপ্টার ভাড়া করলেন এক কৃষক। ঘটনা রাজস্থানের। সেখানে এক কৃষকের বাড়িতে সম্প্রতি এক কন্যাসন্তান জন্মগ্রহণ করেন। নাতনির খুশিতে ওই কৃষক হেলিকপ্টার ভাড়া করেন।

  • 2/5

জানা গিয়েছে, এই জন্য ওই কৃষক নিজের প্রায় ৫ লাখ টাকার ফসল বিক্রি করেন। সেই টাকা দিয়ে একটি হেলিকপ্টার ভাড়া করেন। 
 

  • 3/5

কন্যাসন্তানটির বাবা হনুমান বলেন, তার মেয়ে ৩রা মার্চ জন্ম হয়েছিল। তারপরেই মেয়েটির দেখভাল করতে ওই মহিলা বাপেরবাড়ি চলে যান।  সেখান থেকে শ্বশুরবাড়ির দূরত্ব ৪০ কিমি। যা হেলিকপ্টারে লাগবে ১০ মিনিট। 

  • 4/5

ওই ব্যক্তির নাম মদনলাল প্রজাপত ও ছেলের নাম হনুমান প্রতাপত। হনুমানের স্ত্রী কদিন আগে কন্যাসন্তানের জন্ম দেন। সেই খুশিতে দাদু মদনলাল প্রজাপত হেলিকপ্টার ভাড়া করেন।
 

  • 5/5

বাড়ি থেকে হেলিপ্যাড পর্যন্ত নিয়ে আসা হয় ব্যান্ড পার্টি। ভিড় জমান এলাকাবাসীরা। তারাও সংবর্ধনা দেন ওই পরিবারকে।

Advertisement
Advertisement