Advertisement

ভাইরাল

মল পরীক্ষা করবে স্মার্ট টয়লেট, দেবে ক্যান্সারের আগাম সতর্কবার্তা

Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Sep 2021,
  • Updated 8:44 AM IST
  • 1/8

স্ট্যানফোর্ড স্কুল অফ মেডিসিনের গবেষকরা এমনটি স্মার্ট শৌচালয় তৈরি করেছেন যেখানে কোনও ব্যক্তির দেহের পিছনের অংশে কোনও সমস্যা থাকলে তা সহজেই চিহ্নিত করা যাবে। প্রস্রাবের সমস্যা দূর করার ক্ষেত্রেও এটি বিশেষ কার্যকরী বলে জানা যাচ্ছে। (সমস্ত ছবি প্রতীকী)
 

  • 2/8

এছাড়াও শৌচালয়টি কে ব্যবহার করেছেন তাও প্রযুক্তির মাধ্যমে জানা যাবে। অর্থাৎ টয়লেটে সিটে যে ব্যক্তি বসবেন তাঁর পিছনের অংশ স্ক্যান করার মধ্যে দিয়ে জানা যাবে যে সেখানে কে বসেছিলেন। 
 

  • 3/8

গবেষকরা জানাচ্ছেন, এই স্ক্যানার ব্যবহারকারীদের পিছনের অংশটি স্ক্যান করবে। এখানে টয়লেট সিটের ভিতরে একিট ক্যামেরা রয়েছে, যা টয়লেট ব্যবহারকারীর মল পরীক্ষা করে ডেটা বেস থেকে সেই সংক্রান্ত রোগের বিষয়ে তথ্য দেবে। 

  • 4/8

ফিউচারিসমের রিপোর্ট অনুযায়ী, ইউরোফ্লোমিটারের মতো কম্পিউটার ভিশন ব্যবহার করে এটি মূত্র প্রবাহের হার ও পরিমান গণনা করতে পারে 

  • 5/8

রিপোর্টে আরও বলা হয়ছে স্মার্ট টয়লেটের চাহিদা বাড়ছে এবং কিছু ক্ষেত্রে এটি জীবনদায়ী হিসেবেও প্রমাণিত হয়েছে। 
 

  • 6/8

প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর মল পরীক্ষা করে তাঁর পুরনো কোনও রোগ এবং আগামিদিনে যদি ক্যান্সারের আশঙ্কা থাকে, তবে সেই বিষয়ে সচেতন করা হয়। 
 

  • 7/8

এটি মলের পরিমান, স্বচ্ছতা এবং রংও পরীক্ষা করে বলে জানা যাচ্ছে। 
 

  • 8/8

টোই ল্যাবসের প্রতিষ্ঠাতা ভিক কাশ্যপ দ্য গার্ডিয়ানকে বলেন, "যখন একজন ব্যক্তির প্যাটার্ন অস্বাভাবিক হয় তখন এটি মূলত সেই প্যাটার্নগুলি নথিভুক্ত করে এবং রিপোর্ট সরবরাহ করে যা চিকিৎসায় সুবিধা করে দেয়।"
 

Advertisement
Advertisement