Advertisement

ভাইরাল

৫ বছরের শিশুর মুখে কামড় সাপের! পরের কাণ্ড মারাত্মক

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 02 Sep 2021,
  • Updated 10:14 PM IST
  • 1/6

চিড়িয়াখানায় মজার ছলে ৫ বছর বয়সী এক শিশুর গলায় সাপ রেখেছিলেন সেখানকার কর্মীরা। ভাবতেও পারেননি পরের মুহূর্তে ঠিক কী হতে চলেছে। পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

  • 2/6

জানা গিয়েছে, রাশিয়ায় পাঁচ বছর বয়সী ভিক্টোরিয়া এবং তার মা রাশিয়ার ইয়েকাটারিনবার্গের বাটারফ্লাই পার্কে গিয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমে শেয়ার করা একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, চিড়িয়াখানার কর্মীরা মেয়েটির গলায় একটি ছোট সাদা সাপ ধরে দাঁড়িয়ে আছে।

  • 3/6

কিন্তু তারপরেই ঘটে ভয়ানক কাণ্ড। আচমকা সাপটি আক্রমণ করে বসে শিশুটিকে। কামড়ও দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বড় কোনও ক্ষতি হয়নি।

  • 4/6

জানা গিয়েছে, সাপটি বিষাক্ত। তবে সেই বিষে মানুষের কোনও ক্ষতি হয় না। সাধারণত আফ্রিকাতে এই ধরণের সাপ দেখতে পাওয়া যায়।

  • 5/6

মেয়েটির বাবা ভ্লাদিমির ঘটনাটি সম্পর্কে বলেন, "আমি আমার স্ত্রী এবং বাচ্চাদের নিতে গিয়েছিলাম। তখন তাঁরা আমাকে বলে যে আমার মেয়েকে সাপে কামড়েছে।" আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকি এবং মেয়েটিকে পরীক্ষার জন্য নিয়ে যাই হাসপাতালে। "

  • 6/6

জানা গিয়েছে, চিড়িড়াখানার কর্মীরা তাঁদের বলেছিল যে সাপটি "মানুষকে মোটেও আক্রমণ করে না"। কিন্তু বলা হচ্ছে যে সম্ভবত ভিক্টোরিয়া আগে একটি মুরগিকে স্পর্শ করেছিল এবং সেই গন্ধের কারণে সাপ তাকে আক্রমণ করে। সর্প বিশেষজ্ঞ একাতেরিনা উভারোভা বলেন, সাপ গন্ধের প্রতি খুবই সংবেদনশীল।
 

Advertisement
Advertisement