Advertisement

ভাইরাল

১৭৫ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল বিমান, মাঝ আকাশে হঠাৎ পড়ল বাজ

Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Sep 2021,
  • Updated 5:05 PM IST
  • 1/7

১৭৫ জন যাত্রীকে নিয়ে মাঝ আকাশে ছিল বিমান। সেই সময় আচমকাই বিমানে বজ্রপাত। যার জেরে পুরোপুরি নড়ে যায় বিমানটি। আর সেই বাজ পড়ার দৃশ্য সরাসরি বিমানের জানলা দিয়ে দেখতে পান যাত্রীরা। ঘটনাটি রাশিয়ার। বজ্রাঘাতের পর ফ্রি ফল শুরু হয় বিমানের। অর্থাৎ দ্রুত নিচের দিকে নামতে থাকে বিমানটি। নামতে নামতে দক্ষিণ পশ্চিম রাশিয়ার ব্ল্যাক সি-এর কাছে পৌঁছে যায় সেটি। (স্ক্রিনশট)
 

  • 2/7

বাজ পড়ার আগে ঝড়ের কারণে বিমানটি অনেকটাই নিচে চলে আসে। আর সেই সময় আতঙ্কিত সহযাত্রীদের ছবি নিজের মোবাইলে রেকর্ড করেন অপর এক যাত্রী। (প্রতীকী ছবি)

  • 3/7

একাতেরিনবার্গ থেকে উড়ান শুরু করে বিমানটি। কিন্তু ঝড় ও বজ্রপাতের কারণে ক্রাসনোডারে জরুরি অবতরণ করতে হয় বিমানটিকে। এই প্রসঙ্গে এক যাত্রী জানান, গোটা ঘটনাটি অত্যন্ত ভয়ানক ছিল। (প্রতীকী ছবি)

  • 4/7

আরও এক যাত্রী জানাচ্ছেন, ঘটনার পর মনে হয়েছিল নিশ্চিতভাবে এবার বিমানটি ভেঙে পড়বে এবং জীবন শেষ হয়ে যাবে। তিনি আরও জানান, বজ্রাঘাতে বোতল ও অন্যান্য ছোটখাটো সামগ্রী ছড়িয়ে পড়ে। (প্রতীকী ছবি) 
 

  • 5/7

তবে বজ্রপাতের পর অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানের নিয়ন্ত্রণ বজায় রাখেন চালক এবং জরুরি অবতরণ তরতে সক্ষম হন (প্রতীকী ছবি)
 

  • 6/7

অন্য এক যাত্রী বলছেন, তাঁর পাশে বসা এক মহিলা ইশ্বরকে স্মরণ করতে শুরু করেছিলেন। তিনিও প্রার্থনা শুরু করেন। (প্রতীকী ছবি)
 

  • 7/7

অনাস্তেসিয়া নামে এক মহিল জানান, তাঁরা মেঘের মাঝখান দিয়ে বিমানে চেপে যাচ্ছিলেন। আচমকাই বজ্রপাত হয়। একইসঙ্গে প্রচণ্ড শব্দও হয়। যা শুনে ব্যাপক ভয় পেয়ে যান যাত্রীরা। (প্রতীকী ছবি)

Advertisement
Advertisement