Tiktok: এক যুবতীর ভিডিও তুলছিল জনৈক ব্যক্তি। অবশ্যই কোনও রকম অনুমতির তোয়াক্কা না করেই। তবে সে ধরা পড়ে যায়। হাতেনাতে ধরা পড়েনি, একটু ঘুরিয়ে।
ওই যুবতী সেই ঘটনার কথা বুঝতে পেরেছেন পরে। আর তিনি এ ঘটনার কথা জানান টিকটকে। তার কাছে একটা ভিডিও আছে। টিকটকে তিনি সেটাই শেয়ার করেছেন।
ওই যুবতী জিমে ছিলেন। তিনি ব্যায়াম করছিলেন আর তখনই কেউ বা কারা গোপন ভিডিও তোলে। যে ভিডিও তোলা হচ্ছিল, সেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে।
টিকটক ব্যবহারকারী ওই তরুণী (marzii10) দাবি করেছেন যে যখন ওয়ার্কআউট করছিলাম, তখন আমার ভিডিও তৈরি হওয়া শুরু হয়। কোন কিছু বুঝতেই পারিনি। আমি জানতাম না।
তবে মজার কথা হল আরও কেউ ছিল যে ভিডিও বানাচ্ছিল। এ কথা বুঝতে পারেনি ওই ব্যক্তি। নিজের গাড়িতে ওঠার পর ওই তরুণা গোটা ঘটনার কথা বুঝতে পারেন। তাঁর ভিডিও রেকর্ড করার কথা জানতে পারেন। এবং সেটাও বেশ আশ্চর্যজনক বা মজাদার ভাবে, যা-ই বলা হোক না কেন।
কারণ ওই যুবতী রেকর্ডিং করার জন্য নিজের ফোন ওখানে রেখে দিয়েছিলেন। সেখানে তাঁর ভিডিও তোলা হচ্ছিল। সুইচ সেখানে দাঁড়িয়ে তার ভিডিও তুলছিল তখন সেই ব্যক্তি বুঝতেও পারেনি যে তার ভিডিও উঠে যাচ্ছে। কারণ ওই যুবতী ক্যামেরা চালিয়ে রেখেছিল রেকর্ডিং করার জন্য বলে। সেই ব্যক্তি কিছু জানত না। তাই দিব্যি ওই যুবতীর ভিডিও বানায় এবং ধরা পড়ে যায় ওই যুবতীর ভিডিওতে।
পরে ওই যুবতী ভিডিওটা শেয়ার করে এবং প্রচুর মানুষ সেটা পছন্দ করেছেন। তাঁদের প্রতিক্রিয়া দিয়েছে তিন দিনে এই ভিডিও অজস্র মানুষ দেখেছেন লাইক করেছেন। কমেন্ট করেছেন। ২.১ মিলিয়ন মানুষ দেখেছেন, ১ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ লাইক করেছেন। ৫ হাজারের বেশি মানুষ কমেন্ট করেছেন।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকেই ওই যুবতীকে পরামর্শ দিয়েছেন বিষয়টি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে এবং রিপোর্ট করতে। একজন যেমন বলেছেন, এইটা খুবই ভুল।
আর একজন বলেছেন, যেমন তুমি ভিডিও তৈরি করছ, তেমন তোমার ভিডিও তৈরি হচ্ছে।
আর এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, অন্য কারও এমন ভিডিও বানানোর কোনও অধিকার নেই।