Advertisement

ভাইরাল

চলতি কা নাম বাড়ি! শিল্পীর কেরামতিতে অটোর ওপরই তৈরি হল আস্ত আস্তানা

Aajtak Bangla
  • 15 Oct 2020,
  • Updated 5:56 PM IST
  • 1/7

তামিলনাড়ুর পরমাথি ভেলোরের বাসিন্দা অরুন প্রভু এখন খুব জনপ্রিয়। জানেন কী তাঁর জনপ্রিয়তার কারণ? সকলকে চমকে দিয়ে, একটি অটো- রিক্সায় আস্ত বাড়ি বানিয়ে ফেলেছেন এই শিল্পী। 
 

  • 2/7

 ৩৬ বর্গ ফুটের এই অটোতে একটি সম্পূর্ণ বাড়ির মতোই বেডরুম ছাড়া রয়েছে বসার ঘর, রান্নাঘর, টয়লেট, কাজের জায়গা। এমনকি রয়েছে ২৫০ লিটারের একটি জলের ট্যাঙ্কও।

  • 3/7

এছাড়াও এই অটোতে রয়েছে ৬০০ ওয়াটের সৌর প্যানেল, ব্যাটারী, আলমারি,খাট, সিড়ি, সবই। এমনকি বাইরে জামা কাপড় শুকনো করার জায়গা।

  • 4/7

এই অটো-রিক্সার নাম 'সোলো ০.১'। মাত্র ১ লক্ষ টাকায় অরুণ, সম্পূর্ণ বিষয়টি বানিয়েছেন। তিনি পুরানো সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে সৌর ব্যাটারির মাধ্যমে বানিয়েছেন এটি।

  • 5/7

মাত্র পাঁচ মাস সময় লেগেছে 'সোলো ০.১' বানাতে। হলুদ রঙের এই চলন্ত বাড়ির ও তার নির্মাতার  ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

  • 6/7

অরুনের এটি বানানোর মূল উদ্দেশ্য হল, পরিযায়ী শ্রমিক, দোকানদার এবং গৃহহীনদের জন্য একটি অস্থায়ী বাসস্থান বা থাকার জায়গা তৈরি করে দেওয়া।  

  • 7/7

ব্যাঙ্গালোরের ডিজাইন ও স্থাপত্য কোম্পানি বিলবোর্ড- এর সহযোগিতায় এটি তৈরি করতে সুবিধা হয়েছে অরুনের।

Advertisement
Advertisement