Advertisement

ভাইরাল

PHOTOS : নিউ ইয়র্ককে ১,৯০০ কোটির ভাসমান উদ্যান উপহার

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 22 May 2021,
  • Updated 1:14 PM IST
  • 1/7

নিজের শহরের মানুষকে এক অসাধারণ উপহার দিয়েছেন মার্কিন এই শিল্পোদ্যোগী। খরচও হয়েছে বিস্তর। 

  • 2/7

তিনি বানিয়েছেন এক উদ্যান। তবে খরচ হয়েছে প্রায় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার। বা ১,৯০০ কোটি টাকা। নিউ ইয়র্কের হাডসন নদীর ওপর বানিয়েছেন এক আকর্ষণীয় উদ্যান। তিনি বেরি ডিল্লর। ওই উদ্যানটি ভাসমান। বেরি ফাউন্ডেশন সেটি তৈরি করেছে।

  • 3/7

তিনি সে দেশের অন্যতম বড় ব্যবসায়ীদের মধ্য পড়েন। হলিউডের বিখ্যাত প্রোডাকশন হাউজের সঙ্গে যুক্ত ছিলেন। প্যারামাউন্ট পিকচার্স, টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স-এর সিইও ছিলেন। নদীর ওপর ভাসমান এই উদ্যান থেকে একদিকে দেখা যাবে হাডসন নদী। আর অন্যদিকে, নিউ ইয়র্কের ম্যানহাটন শহর।

  • 4/7

২০১৪ সাল এই প্রকল্পের কথা ঘোষণা করে দেওয়া হয়েছিল। তবে এরপর বেশ কিছু প্রশ্ন ওঠে। শুধু তা-ই নয়, জল গড়ায় আদালত পর্যন্ত। মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ উঠেছিল, এই কাজ হলে নদীর বাস্তুতন্ত্র প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হবে। আশঙ্কা দেখা দিয়েছিল, এই প্রকল্প আর শেষ হবে না। ২০১৭ সালে তিন সরে আসার কথা ভেবেছিলেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি।

  • 5/7

এটা শুধু একটা উদ্যান নয়। এটা নান্দনিক দিক থেকেও অত্যন্ত সুন্দর। দেখে তাক লেগে যাবে। এখানে রয়েছে অনেকগুলি মঞ্চ। যেখান থেকে লাইভ অনুষ্ঠান করা যেতে পারে। তিনি এর নাম দিয়েছেন আউটডোর নাইটক্লাব। ১৫ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫০০টি অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছে।

  • 6/7

এই উদ্যান সবার জন্য সকাল ৬টার সময় খুলে দেওয়া হবে। বেলা ১টা পর্যন্ত খোলা থাকবে। বিকেলে কী করা হবে, সে ব্য়াপারে খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে।

  • 7/7

তিনি জানিয়েছেন, আমি নিউ ইয়র্ক শহরের মানুষের জন্য চমকপ্রদ কিছু বানাতে চেয়েছিলাম। এমন একটা জায়গা, যেখানে গেলে কারও কোনও সমস্যা হবে না। সবাই বেশ আনন্দ পাবেন। যে কেউ সেখানে গিয়ে উপভোগ করতে পারবেন।

Advertisement
Advertisement