সবেমাত্র বিয়ে হয়েছে। নববধূ তখনও শ্বশুরবাড়ির মুখ দেখেননি। স্বামীর হাত ধরে নৌকা চড়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। কিন্ত, বাধ সাধল নদী। এত জল যে নৌকাও একসময় থেমে গেল। ঠিক তখনই কাণ্ডটি করে বসলেন নব বিবাহিত যুবক। স্ত্রী'কে কাঁধে নিয়ে নদী অতিক্রম করলেন তিনি।
বিহারের কিষানগঞ্জ জেলার এই ঘটনা নিয়ে হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ভাইরালও হয়েছে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে নববধূকে কাঁধে নিয়ে এক হাঁটু জল পেরিয়ে নদী অতিক্রম করছেন যুবক।
জানা গিয়েছে, এই ঘটনাটি কিষানগঞ্জের পলসা ঘাটের। নব দম্পতির সঙ্গে থাকা লোকজন এই ভিডিওটি তোলেন। তাঁরাই সোশ্যাল মিডিয়ায় দেন। আর তারপর থেকে তা ভাইরাল।
গত শনিবার শিবা কুমার বিয়ে করতে গিয়েছিলেন পলসা নামে এক গ্রামে।
বিয়ে সেরে ফেরার পথে বিপত্তি। নৌকায় চড়ে নদী পার করতে গিয়ে বিপদ। নদীর একটা জায়গায় এসে নৌকা থেমে যায়। মাঝি জানিয়ে দেন, নৌকা আর যেতে পারবে না।
একথা শুনে বরযাত্রীরা এক এক করে নৌকা থেকে নামতে শুরু করেন। কিন্তু, বিপদে পড়েন নববধূ। তাঁকে তখন কাঁধে নিয়ে পাড়ে নিয়ে আসেন যুবক। জানা গিয়েছে প্রবল বর্ষণে বন্য পরিস্থিতি দেখা দিয়েছে কিষানগঞ্জে। সেই কারণেই পথে নেমে সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।