Advertisement

ভাইরাল

VIRAL : মনিবের বাড়িতে ঢুকতে বাধা বিষধরকে, সাপে-বিড়ালে মুখোমুখি কয়েক ঘন্টা

Aajtak Bangla
  • ভুবনেশ্বর,
  • 22 Jul 2021,
  • Updated 2:46 PM IST
  • 1/6

সেই গল্পের কথা আমাদের সবার মনে আছে। বাড়িতে পোষা নেউল মালিকের অবর্তমানে ঘুমন্ত মালিকপুত্রকে বিষধর সাপের সঙ্গে লড়াই করে বাঁচায়। তার পরের গল্প দুঃখজনক হলেও আজকের ঘটনার সঙ্গে তার কোনও মিল নেই। মিল শুধু প্রথম ভাগে।

  • 2/6

আসলে গল্প নয় এ সত্যি। একইভাবে নেউলের জায়গায় এদিন একই ভূমিকা নিয়েছিল একটি বিড়াল। সেও পোষ্য। ওডিশার ভুবনেশ্বরে কপিলাস নামে একটি জায়গায় প্রায় দু ঘন্টা একটি সাপকে কড়া পাহারায় রেখে মালিকের বাড়িতে ঢোকা থেকে নিরস্ত করে নিজের দায়িত্ব পালন করে।

  • 3/6

যতক্ষণ সাপ উদ্ধারকারীরা দল এসে সাপটিকে নিয়ে না যায়, ততক্ষণ ঠায় বসেছিল মার্জার রাজ। তার এই প্রভুভক্তি ও বিচক্ষণতায় অভিভূত বাড়িল মালিক থেকে সাপ উদ্ধারকারীরা। যা প্রকাশ্য়ে আসতেই বিশ্ব জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে।

  • 4/6

ছবিতে দেখা যাচ্ছে, সাপটি ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে। অন্য দিকে তার মুখোমুখি সিবিআই অফিসারের জেরার ভঙ্গিতে বসে বিড়ালটি। এও নড়ে না সেও নড়ে না। দেখতে পেয়ে তড়িঘড়ি সর্প বিশারদ দলকে হেল্প লাইনে ফোন করে ডাকে বাড়ির মালিক। 

  • 5/6

যতক্ষণে ওই উদ্ধারকারী দল আসে, ততক্ষণ চলে দুই যুযুধান পক্ষের ফোঁসফোঁস। সেও নড়ে না। এও পথ ছাড়ে না। মিহি গলায় বিড়ালের জিবণেই কাজ হয়। অবিচল মার্জার রাজকে দেখে শেষমেষ ঘরে ঢোকার পথ খুঁজে পায়নি কোবরা কিং।

  • 6/6

বিড়ালের এত সাহস খুব একটা দেখা যায় না। তাই ঘটনাটি ঘটার পরেই নজর কেড়েছে নেটিজেনদের। যা নিয়ে রীতিমতো চর্চার কেন্দ্রে বিড়ালটি। মালিকের কাছেও রাতারাতি খাতির বেড়েছে তাঁর। তাই সাহসিকতায় পুরস্কার হিসেবে বাড়তি ভোজের পাশাপাশি বিছানায় শুয়ে আদর খাওয়ার ছবিও দেখা গিয়েছে।

Advertisement
Advertisement