Advertisement

Viral: স্কুটিতে যেতে যেতেই ল্যাপটপে এ কী করছেন আরোহী! ভাইরাল হল VIDEO

বেঙ্গালুরু মানেই আইটি, স্টার্টআপের শহর। দেশের বিভিন্ন প্রান্তের পেশাদার মানুষদের কর্মক্ষেত্র। আর সেখানকার সদাব্যস্ত জীবনের ছবি প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবার তেমনই একটি ভিডিও ফের ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, স্কুটারে যেতে যেতেই ল্যাপটপে জুম মিটিং সারছেন এক আরোহী।

স্কুটারে বসেই জুম মিটিং
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 24 Mar 2024,
  • अपडेटेड 3:23 PM IST
  • বেঙ্গালুরু মানেই আইটি, স্টার্টআপের শহর। দেশের বিভিন্ন প্রান্তের পেশাদার মানুষদের কর্মক্ষেত্র। আর সেখানকার সদাব্যস্ত জীবনের ছবি প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
  • এবার তেমনই একটি ভিডিও ফের ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, স্কুটারে যেতে যেতেই ল্যাপটপে জুম মিটিং সারছেন এক আরোহী।
  • অনেকেই বেঙ্গালুরুর বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজের চাপের ফলে ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের অভাব নিয়েও অভিযোগ তুলেছেন সোশ্যাল মিডিয়া।

বেঙ্গালুরু মানেই আইটি, স্টার্টআপের শহর। দেশের বিভিন্ন প্রান্তের পেশাদার মানুষদের কর্মক্ষেত্র। আর সেখানকার সদাব্যস্ত জীবনের ছবি প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবার তেমনই একটি ভিডিও ফের ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, স্কুটারে যেতে যেতেই ল্যাপটপে জুম মিটিং সারছেন এক আরোহী।

বেঙ্গালুরুর ট্রাফিকের অবস্থা নিয়ে প্রায়শই অভিযোগ শোনা যায়। যানজটের কারণে নিত্যযাত্রী, অফিসকর্মীদের চরম সমস্যায় পড়তে হয়। সময়ে অফিসে পৌঁছাতে পারেন না অনেকে। আর সেই ছবিই স্পষ্ট হল আরও এক ভাইরাল ভিডিওতে। সেখানে স্কুটারে চড়ার সময়েই ল্যাপটপে একটি জুম কল অ্যাটেন্ড করতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। এই ভিডিও দেখে অনেকেই নানা কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি হেলমেট পরে স্কুটার চালাচ্ছেন। স্কুটারের গতিও দ্রুত। তিনি তাঁর পায়ের উপর ভর করে একটি ল্যাপটপ রেখেছেন। তাতেই জুম কলে অংশ নিয়েছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ @peakbengaluru নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা, 'বেঙ্গালুরু নতুন লোকেদের জন্য নয়।' এই ভিডিওটি ২৩ মার্চ শেয়ার করা হয়েছিল। তারপর থেকে, ১.১৩ লক্ষেরও বেশি মানুষ এটি দেখেছেন। প্রচুর লাইক এবং শেয়ার হয়েছে। অনেকেই কমেন্টে বলছেন, 'এটাই বেঙ্গালুরুর আসল অবস্থা।' অর্থাৎ, কাজের অত্যাধিক চাপ এবং ট্রাফিক ব্যবস্থার খারাপ অবস্থা নিয়ে অভিযোগ তুলেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। 

দেখুন সেই ভিডিও:


একজন ব্যবহারকারী লিখেছেন, 'ওই ব্যক্তি নিশ্চয় কোনও আইটি কোম্পানিতে কাজ করছেন। সম্ভবত প্রতি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার পরেও তাঁর সময় কম পড়ে যায়।'  আবার আরেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর মতে, 'ট্রাফিক পরিস্থিতি সম্পর্কে জানিয়ে তিনি মিটিংটি অ্যাটেন্ড না-ও করতে পারতেন।' অনেকেই বেঙ্গালুরুর বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজের চাপের ফলে ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের অভাব নিয়েও অভিযোগ তুলেছেন সোশ্যাল মিডিয়া। এই ভিডিও-র বিষয়ে আপনার কী মতামত?

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement