Advertisement

মাত্র ২ দিনে কীভাবে Six pack abs বানালেন এই যুবক? ভিডিও Viral

এডি হলের  (Eddie Hall) মতো ৬ প্যাক অ্যাবস তৈরির ইচ্ছা নিয়ে ডিন গুন্থারের কাছে যান ওই ব্যক্তিও। ডিন গুন্থার ওই ব্যক্তির পেটে একটি বিশেষ ট্যাটু তৈরি করে দেন। ওই ট্যাটুর কারণে তাঁর পেটে ২দিনে ৬ প্যাক অ্যাবসের মতো ছবি ফুটে ওঠে। 

ছবি সূত্র-ইনস্টাগ্রামছবি সূত্র-ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 May 2022,
  • अपडेटेड 7:03 PM IST
  • অ্যাবস বানাতে আজব কাণ্ড
  • ব্রিটিশ যুবকের কীর্তি ভাইরাল
  • দেখলে অবাক হবেন আপনিও

Six pack abs বানানো অনেকেরই স্বপ্ন। এমনকি অনেকে কঠোর পরিশ্রম করে এটি অর্জনও করেন। কিন্তু এক ব্যক্তি সিক্স প্যাক অ্যাবস পেতে আজব এক কাণ্ড ঘটালেন। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন ডিন গুন্থার (Dean Gunther) নামে এক ট্যাটু শিল্পী। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি অ্যাবস তৈরির জন্য জিমে কসরত করছেন। আর তারপর তিনি ডিনের কাছে পৌঁছান।  

এডি হলের  (Eddie Hall) মতো ৬ প্যাক অ্যাবস তৈরির ইচ্ছা নিয়ে ডিন গুন্থারের কাছে যান ওই ব্যক্তিও। ডিন গুন্থার ওই ব্যক্তির পেটে একটি বিশেষ ট্যাটু তৈরি করে দেন। ওই ট্যাটুর কারণে তাঁর পেটে ২দিনে ৬ প্যাক অ্যাবসের মতো ছবি ফুটে ওঠে। 

ভিডিওর ক্যাপশনে ডিন লিখেছেন- 'দয়া করে জিম ছাড়বে না'। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে অবাক হয়েছেন ইউজাররা। অনেকে লিখেছেন, কেউ যদি একবার এই ব্যক্তির অ্যাবস দেখেন, তাহলে আসল না নকলের তা বোঝা কঠিন হবে।

আরও পড়ুন

ট্যুটু শিল্পীর প্রশংসা
ইনস্টাগ্রামে অনেক ইউজার ট্যাটু শিল্পী ডিন গুন্থারের প্রশংসা করেছেন। এক ইউজার কমেন্ট সেকশানে লিখেছেন, 'এমন দুর্দান্ত কাজ করতে থাকুন, আপনি আপনার ক্লায়েন্টকে আত্মবিশ্বাস জুগিয়েছেন।' আরও এক লিখেছেন - 'ট্যাটুতে দুর্দান্ত কাজ....'। অন্য এক ব্যবহারকারী ইউজারের কথায়, 'এটি সত্যি হতে পারে না'। প্রসঙ্গত, ডিন গুন্থার ব্রিটেনের ম্যানচেস্টারে থাকেন। তিনি একজন ট্যাটু শিল্পী হিসেবে খ্যাত। 

 

Read more!
Advertisement
Advertisement