Advertisement

Ranu Mondal And Hero Alom Song Recording : রানু মণ্ডল-হিরো আলম ডুয়েট প্লে ব্যাক, কেমন? শুনুন

ভিডিওত প্রথমে রানু মণ্ডল ও হিরো আলমকে গান রেকর্ডিং করতে ও পরে একটি প্রশ্নোত্তর পর্বে যোগ দিতে দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষ ভিউজ হয়েছে ভিডিওটিতে। 

রানু মণ্ডল ও হিরো আলমরানু মণ্ডল ও হিরো আলম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2022,
  • अपडेटेड 5:49 PM IST
  • বাংলাদেশি ছবির জন্য গান রেকর্ডিং রানু মণ্ডলের
  • সহ শিল্পী হিরো আলম
  • গত নভেম্বরেই হয়ে গিয়েছিল পাকা কথাবার্তা

আবার গান রেকর্ডিং করলেন রানু মণ্ডল (Ranu Mondal)। এবার বাংলাদেশের সুপারস্টার হিরো আলমের সঙ্গে গান রেকর্ডিং করলেন তিনি। গানের নাম 'তুমি ছাড়া আমি'। গত ১০ এপ্রিল ইউটিউবে (YouTube) গান রেকর্ডিং-এর একটি ভিডিও শেয়ার করেছেন হিরো আলম। অবশ্য গত নভেম্বরেই রানু মণ্ডলের সঙ্গে কাজ করার কথা ঘোষণা করেছিলেন তিনি। 

ভিডিওত প্রথমে রানু মণ্ডল ও হিরো আলমকে গান রেকর্ডিং করতে ও পরে একটি প্রশ্নোত্তর পর্বে যোগ দিতে দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষ ভিউজ হয়েছে ভিডিওটিতে। 

এর আগে গত ৩ নভেম্বর রানু মণ্ডলের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছিলেন হিরো আলম (Hero Alom)। বাংলাদেশি এই তারকা তাঁর নিজের প্রযোজিত ২টি ছবিতে গান গাওয়ার অফার দেন রানু মণ্ডলকে। 

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০১৯ সালে একটি ভাইরাল ভিডিওর (Viral Video) মধ্যে দিয়ে প্রচারের আলোয় আসেন রানু মণ্ডল। রাতারাতি জনপ্রিয় হয়ে যান তিনি। এমনকি বলিউডে গান করার সুযোগও পেয়ে যান রানু। সেই সময় হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজ করেন রানু মণ্ডল।  
 
 
Read more!
Advertisement
Advertisement