Advertisement

উত্তরবঙ্গ

তৃণমূলের ইউনিয়নের সদস্যকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, উত্তাল শিলিগুড়ি

জয়দীপ বাগ
  • Siliguri,
  • 12 Jul 2021,
  • Updated 7:32 PM IST
  • 1/7

শিলিগুড়ির এক সিটি অটো চালককে হেনস্তার অভিযোগ উঠল শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে। তাকে মারধর করার অভিযোগ তোলেন চালকরা।

  • 2/7

তার প্রতিবাদে অটো বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে চালকরা। ফলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শহরের এয়ারভিউ মোড় লাগোয়া এলাকায় অটো দাঁড় করিয়ে প্রতিবাদ জানাতে শুরু করে।

  • 3/7

জানা গিয়েছে, এদিন একটি অটো কোট মোড়ের দিকে যাচ্ছিল সেই সময় এয়ারভিউ মোড়ের কাছে ওই অটোচালককে মারধর করা হয়েছে বলে অভিযোগ চালকদের।

  • 4/7

এরপরই ঘটনার প্রতিবাদ জানিয়ে সমস্ত স্মৃতি অটোচালকেরা রাস্তায় গাড়ি বন্ধ করে বিক্ষোভ নামে। দীর্ঘক্ষণ যানজট তৈরি হয় এলাকায়।

  • 5/7

ঘটনায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকলে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। তা সত্বেও ক্ষোভ প্রশমিত হয়নি।

  • 6/7

তৃণমূল পরিচালিত দার্জিলিং ডিস্ট্রিক্ট এন জে পি ,ফুলবাড়ি ম্যাক্সিক্যাব ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রসূন দাশগুপ্ত বলেন, মুখ্যমন্ত্রী যেখানে সুষ্ঠ ব্যবস্থা চালু করার চেষ্টা করেন, সেখানে পুলিশের এই আচরণ মেনে নেওয়া যায় না। তবে আমরা ক্ষমা চাইতে বলেছি, কোনও ক্ষেত্রেই অটো চালককে মারা বরদাস্ত করা হবে না।

  • 7/7

পাশাপাশি টোটো ও অটোর রুট আলাদা করা নিয়ে ফের বৈঠক হবে। তা নিয়ে সুষ্ঠ রুট মেনে চলতে হবে সবাইকে। পুলিশ কিছু বেআইনি অটোকে গোপন যোগসাজশে ছাড় দিয়েছেন বলে দাবি তাঁদের। এটাও বন্ধ করতে হবে বলে দাবি তাঁর।

Advertisement
Advertisement