Advertisement

উত্তরবঙ্গ

প্রচারে করোনা, জগন্নাথ, ট্রাফিক নিরাপত্তা, সচেতনতার 'ইউনিক' রাখি শিলিগুড়িতে

সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 21 Aug 2021,
  • Updated 3:42 PM IST
  • 1/11

করোনা আবহে এ বছর দ্বিতীয় রাখি। গত বছরও করোনার ঘনঘটায় রাখিবন্ধন উৎসব ফিকে হয়ে গিয়েছিল। ফলে জমিয়ে আনন্দ করা যায়নি।

  • 2/11

এ বছরও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। ফলে এ বছরও নম নম করেই কাটবে বলেই মনে করা হচ্ছে। তার মধ্যেই শিলিগুড়ির একটি সামাজিক সংস্থা অন্যভাবে রাখিবন্ধন করতে চলেছে।

  • 3/11

রাখিবন্ধনের উৎসবকে জন সচেতনতা প্রচারের মাধ্যম করে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে শিলিগুড়ির ইউনিক ফাউন্ডেশন টিমের মহিলা সদস্যরা।

  • 4/11

আপাতত তাঁরা তাতেই ব্যস্ত। নিজেরাই তৈরি করছেন রাখি। কোভিড থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন উপায় রাখির মধ্যে ছবি দিয়ে গেঁথে দিচ্ছেন।

  • 5/11

শুধু কোভিডই নয়, ট্রাফিক সুরক্ষা, অন্য়ান্য সামাজিক সচেতনতা কিংবা হিতোপদেশকে তাঁরা রাখির মধ্যে বেঁধে ফেলছেন।

 

  • 6/11

সংস্থার পক্ষ থেকে শক্তি পাল জানিয়েছেন, মানুষকে শুধু মুখে বললে বা লিফলেট বিলি করলে যে কাজ হয়, এমন কোনও উদ্যোগের সঙ্গে জড়িয়ে এই কাজ করলে বেশি ভাল কাজ হয়।

  • 7/11

এটা আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি। তাই রাখিবন্ধনের মত একটা সুন্দর সৌভ্রাতৃত্বের উৎসবকে সামাজিক কাজে ব্যবহার করা যায়, তাহলে তার চেয়ে ভাল কিছু হয় না।

  • 8/11

রবিবার রাখিবন্ধন। সকাল আটটা থেকে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে পথচলতি মানুষের হাতে সহযোদ্ধারা পথে নেমে বেঁধে দেবেন এই রাখিগুলি।

  • 9/11

সাধারণ মানুষকে করোনা সম্পর্কে সচেতন করতে ইউনিকের এই অভিনব কোভিড ১৯ রাখিবন্ধন উৎসব চলবে পথে নেমেই।

  • 10/11

পাশাপাশি ওইদিন উৎসবে শামিল হবেন করোনাজয়ী বেশ কিছু ব্যক্তি। তাঁরা তাঁদের নিজেদের অভিজ্ঞতার আলোকে পথ দেখাবেন করোনার অন্ধকারে সন্ত্রস্ত মানুষকে।

  • 11/11

সংস্থার পক্ষ থেকে সবাইকেই আহ্বান জানানো হয়েছে, ইউনিক ফাউন্ডেশন টিমের মহিলাদের এই অভূতপূর্ব রাখিবন্ধন উৎসবে যোগ দিতে।

Advertisement
Advertisement