Advertisement

দক্ষিণবঙ্গ

রাখির বাজারেও মোদী বনাম মমতা, বাজার কাঁপাচ্ছে রাজনৈতিক রাখি

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • কলকাতা,
  • 21 Aug 2021,
  • Updated 4:31 PM IST
  • 1/14

রাজনৈতিক ময়দানে হোক কিংবা নির্বাচনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর প্রতিযোগিতা থামার নয়।

  • 2/14

বিধানসভা নির্বাচনে সেই দৃশ্য আমরা দেখেছি। যে স্লোগান ছিল খেলা হবে। সেই খেলাতে লোকসভায় নরেন্দ্র মোদী বাজি মেরে নিয়ে গেলেও বিধানসভায় জয়লাভ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • 3/14

আর এই কাঁটার টক্করকে পুঁজি করে অন্য খেলায় লড়াই লাগিয়ে বাজিমাত করতে এগিয়ে এসেছেন রাখি ব্যবসায়ীরা। যেই জিতুক, তাঁদের অবশ্য লাভ দুদিকেই। 

  • 4/14

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগানো রাখি বাজারে ছেড়ে রাখি উৎসবে বড় চমক দিলেন।

  • 5/14

রাখি পূর্ণিমা উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাখি তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছেন। ইতিমধ্যেই দোকানে দোকানে তা শোভা পাচ্ছে।

  • 6/14

বর্তমানে করোনা আবহে সমস্ত অনুষ্ঠান বন্ধ। পাশাপাশি সামনেই রাখি উৎসব। এই পরিস্থিতিতে কেমন করে জমায়েত ও কর্মসূচি করবেন তা নিয়ে চিন্তায় সকলেই।

  • 7/14

বিধি নিষেধ মেনে কতটা সাফল্যমণ্ডিত করা যাবে উৎসবকে তা নিয়ে সন্দিহান হওয়ায় এখনও চুপচাপ বিভিন্ন ক্লাব সংগঠন।

  • 8/14

তার মধ্যেই তিথি মেনে বাজারে চলে এসেছে  রাখি। বিক্রি স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। তবে চমক দিয়েছেন ব্যাবসায়ীরা।

  • 9/14

দুটি রাজনৈতিক দলের কর্মী-নেতা কিংবা সমর্থকরা যদি রাখি উৎসবের দিন রাখি কেনেন, তাহলে কিছুটা লভ্যাংশ উঠতে পারে।

  • 10/14

সে কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে রাখি তৈরি করে ইতিমধ্যে সারা ফেলে দিয়েছেন। রানাঘাট, শান্তিপুর সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে।

  • 11/14

যতটুকু রাখি বিক্রি হচ্ছে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর রাখি বেশি বিক্রি হচ্ছে। এখন দেখার কোন রাখি সবচেয়ে বেশি বিক্রি হয়।

  • 12/14

একদিকে যেমন লাভের কড়ি গুণে ঘরে তুলবেন বিক্রেতারা, তেমনই এ রাজ্য়ে জনপ্রিয়তায় কে এগিয়ে তাও বিক্রির নিরিখে আরও একবার যাচাই করা যাবে।

  • 13/14

তবে যেই জনপ্রিয় হোক না কেন, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে বিক্রিটাই আসল। সাফ জানিয়ে দিয়েছেন বিক্রেতারা।

  • 14/14

তাঁদের দাবি, যেই এগিয়ে থাক, যাঁর নাম-ছবি সম্বলিত রাখি বেশি বিক্রি হোক, শেষ পর্যন্ত তাঁদের খেটেই খেতে হবে। তাই তাঁরা চান বাণিজ্যে বসতে লক্ষ্মী। ব্যস। আর কিছু নয়।

Advertisement
Advertisement