সাগরে নিম্নচাপে রাজ্যজুড়ে মহালয়ার আগেই ফের প্রবল বর্ষণের পূর্বাভাস। দক্ষিণ থেকে উত্তর, রেহাই মিলবে কোনও জায়গাতেই। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। ফলে উত্তরবঙ্গবাসীর কপালে ভাঁজ।
এদিকে উত্তরের পাহাড়ে টানা বৃষ্টিতে ফের বিপর্যয়। দার্জিলিংয়ের পথে ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নেমে রাস্তার অনেকটা ধসে গিয়েছে। যার জেরে টয়ট্রন চলাচল বন্ধ করে দিতে হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য। ফের ধস নামতে পারে এই আশঙ্কায় দিন-রাত এক হয়ে গিয়েছে পাহাড়বাসীর।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এদিন আবহাওয়া দফতর জানিয়েছে,আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ সেপ্টেম্বর রবিবার সকালের মধ্যে আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সব ক'টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের বাকি চার জেলা কোচবিহার,উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে কোনও কোনও জায়গায় হাল্কার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে তা পরিবেশে তেমন প্রভাব ফেলবে না। বাতাসের আর্দ্রতাও এখন অনেকটা কম থাকবে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে অল্প বৃষ্টিতেই শীতের আমেজ অনুভূত হতে পারে। যদিও তাপমাত্রা একই থাকবে। তবু টানা বৃষ্টির জন্য এমন অনুভব হবে।
এ বছর আর তেমন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। ধীরে ধীরে পুজোর পর থেকেই শীতের পরিবেশ ঢুকতে শুরু করবে উত্তরবঙ্গে। যদিও তাপমাত্রা নামার জন্য ডিসেম্বরের গোড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পাহাড়ের দুই জেলায় এখনই ভাল রকম শীত রয়েছে।