Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast : আজ ফের ঘূর্ণবর্তের পূর্বভাস, কোন জেলাগুলিতে বৃষ্টি?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Sep 2022,
  • Updated 6:55 AM IST
  • 1/7

আজ ফের ঘূর্ণাবর্তের ভ্রূকুটি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আজ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে। উপকূলবর্তী জেলাগুলিতে হতে পারে একটু ভারী বৃষ্টি।

  • 2/7

এছাড়া রবিবার (Sunday) পশ্চিম বঙ্গোপাসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 3/7

যার জেরে ২০ তারিখ নাগাদ তৈরি হতে পারে একটি নিম্নচাপ। নিম্নচাপের জেরে ২১ তারিখ দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঅফিসার নিয়োগ করছে EPFO, বেতন মাসে প্রায় ৩৫ হাজার টাকা

  • 4/7

ফলে মৎস্যজীবীদের ২১ তারিখ থেকে সমুদ্রে না যাওরা পরামর্শ দেওয়া হচ্ছে। আর যাঁরা ইতিমধ্যেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদেরও ২০ তারিখ সন্ধ্যার মধ্যে ফিরে আসার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।

  • 5/7

অন্যদিকে কলকাতাতেও (Kolkata) আপাতত ৪-৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আহাওয়া দফতর। 

  • 6/7

এদিকে উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • 7/7

এরমধ্যে ওপরের দিকের ৫ জেলার সামান্য বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement