Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast For Sunday: উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের, কতদিন চলবে?

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 03 Sep 2022,
  • Updated 8:09 PM IST
  • 1/10

ভারী বর্ষণে সমতলে জল বেড়েছিল, এবার বিপর্যস্ত হল পাহাড়ও। টানা বৃষ্টিতে পাহাড়ে ধস নেমেছে। এমনকী টয়ট্রেনেলৃর লাইনও ধসে গিয়েছে। আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে আশঙ্কায় উত্তরবঙ্গের হিমালয় রেঞ্জের বাসিন্দারা।

  • 2/10

এদিন আবহাওয়া দফতর জানিয়েছে,আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ সেপ্টেম্বর রবিবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির হতে পারে।

  • 3/10

একারণে আবহাওয়া দফতরের তরফে রবিবারের জন্যও কমলা সতর্কতা জারি রাখা হয়েছে এই দুই জেলায়। সোমবার রয়েছে হলুদ সতর্কতা।

  • 4/10

এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এক্ষেত্রে মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। 

  • 5/10

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৫ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

  • 6/10

সঙ্গে বাকি ৬ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ সেপ্টেম্বর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

  • 7/10

মূলত মৌসুমী অক্ষরেখার প্রভাবের কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আপাতত সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে।

  • 8/10

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রবি ও সোমবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিমেও। 

  • 9/10

বলা হচ্ছে কোনও কোনও জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গের ওপর। তার ফলেই এই তুমুল বৃষ্টি। 

 

  • 10/10

ভারী বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার,  কোচবিহার , জলপাইগুড়ি , উত্তরের এই পাঁচ জেলাতেই।  এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement