গত ক’দিন ধরেই গরমে পুড়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। আর্দ্রতাজনিত অস্বস্তি নাজেহাল পরিস্থিতি তৈরি করেছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-৩ দিন আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। ফলে ভারী বৃষ্টি হওয়ার এখনই কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী অক্ষরেখার প্রভাবের কারণে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে। এই নিয়ে সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ।
উত্তরের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির তেমন সুখবর নেই। সেইসঙ্গে থাকবে ভ্যাপসা গরম।
শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি বদলের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে গরমের দাপট একটু একটু করে কমবে বলে মনে করছেন আবহবিদরা।
রবিবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
শনিবারের মত এদিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি।