Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: কুয়াশায় ঢাকল উত্তরবঙ্গ, তুষারপাতের সম্ভাবনা পাহাড়ে

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 16 Dec 2022,
  • Updated 9:53 PM IST
  • 1/6

তাপমাত্রা নামার ইঙ্গিত দিয়েছিল বৃহস্পতিবারই। শুক্রবার হুহু করে ঠান্ডা ঢুকে পড়ল উত্তরবঙ্গে। সকাল থেকেই কুয়াশায় ঢাকা ছিল গোটা উত্তরবঙ্গ। বেলা বাড়তে মরা রোদ সামান্য তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করলেও বিকেল হতেই ফের কুয়াশার চাদরে মুড়ে গেল শিলিগুড়ি থেকে মালদা।
 

  • 2/6

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে রাজ্যে। আর কোনও ঘূর্ণিঝড় বা পশ্চিমিঝঞ্ঝার পরিস্থিতি তৈরি না হওয়ায় এক প্রকার বিনা বাধায় ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। তার জেরেই নামছে পারদ। 

  • 3/6

উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত পড়েছে শুক্রবার থেকে।আগামী ৫ দিন এই পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবারের মধ্যে তাপমাত্রার পারদ আরও ২ ডিগ্রি নামবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

  • 4/6

উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ পতন শুরু হয়ে গিয়েছে। জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে। তাপমাত্রার পারদ নেমেছে তরাই-ডুয়ার্সের জেলাগুলিতেও।

  • 5/6

কালিম্পংয়ের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়ায়ে পৌঁছে গিয়েছে। জাঁকিয়ে শীত পড়ায় পর্যটকরা আরও বেশি করে শীত উপভোগ করতে পারছেন। 

 

  • 6/6

সিকিম সহ সান্দাকফু, টাইগার হিলে তুষারপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শীতের ছুটির সামনেই এই পারদ পতন জারি রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Advertisement
Advertisement