ভারী বৃষ্টি থেকে এখনই পরিত্রাণ পাচ্ছে না উত্তরবঙ্গ। সপ্তাহখানেক ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছিল আবহাওয়া দফতর থেকে।
উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিনও। সোমবার সারাদিনই গোটা উত্তরবঙ্গের সাত জেলায় বৃষ্টি হয়েছে। কখনও কম কখনও বেশি।
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ অগাস্ট বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।
আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে গিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। আরামদায়ক আবহাওয়া থাকলেও ফ্যান চালানোর প্রয়োজন পড়বে।
উত্তরের নদীগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছিল রবিবার। তা এখনও জারি থাকছে। আগামী কয়েকদিন তা সরানো হবে না বলে খবর।
অন্যদিকে পাহাড়ে নতুন করে ধসের খবর না থাকলেও সতর্কতা জারি রয়েছে, যে কোনও সময় ধস নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।