দক্ষিণবঙ্গে যতই তাপমাত্রা বাড়ুক, উত্তরবঙ্গে তার এখনই কোনও প্রভাব নেই। উত্তরবঙ্গের পাহাড় কাঁপছে শৈত্যপ্রবাহে। ইতিউতি বরফও পড়ছে। পাহাড়বাসী থেকে পর্যটকদের আশা দার্জিলিংয়েও বরফ পড়বে।
হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ অর্থাৎ দার্জিলিং-কালিম্পংয়ের পাহাড় বাদে সমতলেও ভাল রকম কাঁপুনি রয়েছে। তাপমাত্রার হেরফের হচ্ছে, তাতে শীত উপভোগে কোনও বাধা সৃষ্টি হচ্ছে না।
তবে এদিন দার্জিলিং-কালিম্পং-এর সঙ্গে দক্ষিণবঙ্গের ২ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৩ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
এছাড়া জলপাইগুড়ি,কালিম্পং,আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।
আগামী দিন চারেক জেলাগুলির রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। ঠান্ডা বজায় থাকবে একই রকম।