ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল গোটা উত্তরবঙ্গেই। মহালয়ার ভোর কী ভেসে যাবে দুর্যোগে? এমন আশঙ্কা দেখা দিয়েছিল উত্তরবঙ্গবাসীর মনে। কিন্তু বিগত কয়েক মাসের মধ্যে প্রথমবার পূর্বাভাস তেমন মেলেনি। ফলে হাঁফ ছেড়ে বেঁচেছে পাহাড় থেকে সমতল।
শনিবার রাতে বৃষ্টি হলেও রবিবার ভোরের পর তেমন বৃষ্টি হয়নি প্রায় কোথাও। পাহাড়ে এবং কয়েকটি জেলায় ছিঁটেফোঁটা বৃষ্টি হয়েছে। তাতে অবশ্য মহালয়ার ভোরের পরিবেশের আমেজ উপভোগ করতে কোনও অসুবিধা হয়নি।
তবে দিনভর বৃষ্টি তেমন না হলেও উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায়, বিশেষ করে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে রীতমতো শীতের আমেজ ছিল। অনেকেই ফ্যান বন্ধ করে রেখেছিলেন।
তবে এদিন না হলেও ভারী বৃষ্টির পূর্বাভাস থেকে এখনও সরে আসছে না আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তাঁরা।
এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গে ছয় জেলায় ভারী ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া উত্তরবঙ্গের বাকি দুই জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার, সকালের মধ্যে উত্তরবঙ্গের সব ক'টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই। আর্দ্রতাও কম থাকবে। ফলে অস্বস্তি কাটবে। পাহাড়ে ধস সতর্কতা জারি রাখা হয়েছে।