দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। মহালয়ায় মোটামুটি মেঘমুক্ত নির্মল আকাশই দেখা গিয়েছে।
আজ সোমবার শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার কোনও কোনও জায়গায় থাকতে পারে আংশিক মেঘলা আকাশ। সঙ্গে বিক্ষিপ্তভাবে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) ওপরের দিকের ৫ জেলা-সহ মোট ৬ জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের ও উত্তর দিনাজপুরের ২-১ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন - কোথায় কোন ঠাকুর-কীভবে ভিড় এড়াবেন? গাইড ম্যাপ প্রকাশ
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, যত দিন এগোচ্ছে ততই বর্ষণের সম্ভাবনা কমছে।
সেক্ষেত্রে আপাতত যা পরিস্থিতি, তাতে পুজোর ৪ দিন বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
অর্থাৎ সেই দিক থেকে দেখতে গেলে পুজোর (Durga Puja 2022) মেঘমুক্ত নির্মল আকাশই পেতে পারেন উৎসবপ্রেমী মানুষ।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে পরপর কয়েকটি নিম্নচাপের জেরে পুজোর সময়কার আবহাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল মানুষের মনে। সেইদিক থেকে অনেকটাই স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর।