Advertisement

উত্তরবঙ্গ

PHOTOS : পর্যটকের সঙ্গে আচার-ব্যবহার শেখাতে সংবেদনশীলতার প্রশিক্ষণ

সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 31 Jul 2021,
  • Updated 6:56 PM IST
  • 1/12

পর্যটন শুধু ব্যবসা নয়। একটা শিল্প। তা প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন কিছু মানুষ। অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড টুরিজম (অ্যাকট) তার মধ্যে অন্য়তম।

  • 2/12

তাঁরা পর্যটকদের সঙ্গে পর্যটন ব্যবসায়ী বা যাঁরা অতিথিবরণ করবেন তাঁদের সার্বিক সম্পর্ক এবং ধরণ কেমন হওয়া উচিত তা নিয়ে একটি দীর্ঘ কর্মশালা আয়োজন করা হয়েছিল।

  • 3/12

পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের জেলাগুলির মধ্যে নতুনগ্রাম, বেলুন, গোরভাঙ্গা, মালদি, চরিদা, নয়া পিংলা, রোহিণী এবং বাঘমুন্ডি জুড়ে একটি গ্রামীণ পর্যটন ও হোমস্টে আতিথেয়তার সংবেদনশীলতা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছিল।

  • 4/12

প্রশিক্ষণ মডেলটি ছিল অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের প্রতিষ্ঠিত মডেল ও উদাহরণের উপর ভিত্তি করে।

  • 5/12

এই মডেলটি উত্তরবঙ্গে, গত ২ দশক ধরে এটি অনুসরণ করে আসছেন অ্যাকটের সদস্যরা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় এই মডেল অনুসরণ করে সাফল্য় এসেছে।

  • 6/12

দুই সপ্তাহব্যাপী কর্মসূচির কেন্দ্রবিন্দু ছিল নতুনগ্রামের কাঠের পুতুল তৈরির গ্রাম, গোরভাঙ্গার বাউল-ফকির আখড়া গ্রাম, মালদির ছৌনৃত্য গ্রাম এবং নয়া পিংলার পটচিত্র গ্রাম।

  • 7/12

এই গ্রামগুলি নৈপুণ্য ও সংস্কৃতির জন্য বাংলা নাটক ডটকমের উদ্যোগ নিয়েছে। এই শিল্পীরা র আগে শিলিগুড়িতে অ্যাকট দ্বারা আয়োজিত উৎসব, গীতাঞ্জলি আম উৎসব এবং বিশ্ব পর্যটন দিবস উৎসবে নিজেদের কৌশল প্রদর্শন করে গিয়েছেন।

  • 8/12

প্রায় ২ সপ্তাহ ব্যাপী এই পুরো কর্মসূচিকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক সরাসরি সহায়তা করেছে এবং তাদের কলকাতা আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সমস্ত রকম সহযোগিতা করেছে।
 

  • 9/12

প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন আইআইএএস এর ডিরেক্টর ডাঃ অংশুমান চট্টোপাধ্যায়, কলকাতা থেকে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পর্যটক গাইড শমীক রায়, ইন্ডিয়া ট্যুরিজম কলকাতা থেকে সায়ক নন্দী এবং অ্যাকটের তরফে রাজ বসু।

  • 10/12

এই ব্যবস্থাপনার প্রধান প্রশিক্ষণ ছিল বর্জ্য ব্যবস্থাপনা, সম্পদ ব্যবস্থাপনা, পরিষেবা প্রদানকারী, সুদৃঢ় নেতৃত্ব প্রদান সম্পর্কে। যা সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হয়েছে বলে দাবি আয়োজকদের।

  • 11/12

এই মুহূর্তে করোনা অতিমারির সময়ে পর্যটন খানিকটা থমকে রয়েছে। ফলে তার মধ্যে নতুন করে কোনও কাজ করতে পারা যাচ্ছে না। পর্যটকের ঢলও অনেকটাই কম গত দেড়-দু বছরে। 

  • 12/12

ফলে সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের এক্সিলেন্সিকে আরও খানিকটা বাড়িয়ে নেওয়ার পদক্ষেপ করা হচ্ছে। যা পরবর্তীতে কাজে লাগবে।

Advertisement
Advertisement