Advertisement

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অস্ত্রোপচার করবে বেসরকারি সার্জেন্ট

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 24 Sep 2021,
  • Updated 6:49 PM IST
  • 1/7

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্নায়ু বিভাগে উন্নতর করতে আউট সোর্সিংয়ের উদ্যোগ হাসপাতাল কর্তৃপক্ষর। নিউরোলজি সার্জারি বিভাগে চিকিৎসকের অভাব থাকায় এবার বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের চুক্তির ভিত্তিতে নিয়োগের উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

  • 2/7

শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসকদের নিয়ে বৈঠকের পর এমনই জানিয়েছেন উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার সুশান্ত রায়। সব ঠিকঠাক থাকলে পুজোর পরই নিউরো সার্জারি বিভাগ শুরু হতে পারে উত্তরবঙ্গ মেডিকেল।

  • 3/7

শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিদিন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ চিকিৎসা করাতে আসে। তবে উত্তরবঙ্গ মেডিক্যালে নিউরোলজি বা স্নায়ু সার্জারি বিভাগ থাকলেও চিকিৎসকের অভাবে ধুঁকছিল।

  • 4/7

যার ফলে উত্তরবঙ্গের মানুষ স্নায়ু রোগের যেকোনো ধরনের জটিল অস্ত্রোপচার করতে হলে বেসরকারি নার্সিংহোমে করাতে হতো। যার জন্য খরচ করতে হত কয়েক লক্ষ টাকা। যা সাধারণ দরিদ্র মানুষের কাছে ব্যয় করা অনেকটা কষ্টসাধ্যকর ছিল।

  • 5/7

তাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করে সার্জারি বিভাগকে আরো উন্নততর করতে উদ্যোগ গ্রহণ করল উত্তরবঙ্গ মেডিকেল কর্তৃপক্ষ।

  • 6/7

শুক্রবার এই নিয়ে ওএসডি ( জনস্বাস্থ্য) সুশান্ত রায়ের উপস্থিতিতে একটি বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষ, সুপার সহ সার্জারি বিভাগের বিশিষ্ট চিকিৎসকরা। বৈঠক শেষে ওএসডি সুশান্ত রায় বলেন, উত্তরবঙ্গ মেডিক্যালে নিউরোলজি বিভাগের আউটডোর চলছে ছোটখাটো  অস্ত্রোপচার করা হয়। তবে সার্জারি বিভাগকে আরও উন্নতমানের করার চেষ্টা করা হচ্ছে।

 

  • 7/7

এর আগেও সার্জারি বিভাগে বেশ কয়েকজন ডাক্তারকে নিয়োগ করা হয়েছিল কিন্তু তারা কাজের জায়গা না পেয়ে চলে যায়। তবে পুজোর পর চুক্তিভিত্তিক নিউরো সার্জেন্ট নিয়োগ করে সার্জারি বিভাগ শুরু করা হবে।অন্তত পাঁচজন চিকিৎসককে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement