দার্জিলিং-এর (Darjeeling) ম্যালে ধুমধামের সঙ্গে উদযাপিত হল প্রজাতন্ত্র দিবস (Republic Day)। এদিন পতাকা উত্তোলন করেন দার্জিলিং-এর জেলাশাসক।
কুচকাওয়াজ করে সেনাবাহিনী। এছাড়াও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তাব্যক্তি, স্থানীয় মানুষজন এবং পর্যটকরা।
স্থানীয় নেপালি সম্প্রদায়ের মানুষ নাচ ও বাদ্যযন্ত্রের মাধ্যমে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরেন।
প্রসঙ্গত দার্জিলিং-এর ম্যাল পর্যটকদের কাছে বরাবরই অন্যতম পছন্দের জায়গা। সেই ম্যালে এহেন অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরে খুশি পর্যটকরাও।
এদিকে প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র কের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে গোটা দার্জিলিং জুড়ে।