Advertisement

উত্তরবঙ্গ

ভারত সীমান্তে ওয়াচ টাওয়ার নির্মাণ করছে ভুটান, আলিপুরদুয়ারে ফের উত্তেজনা

অসীম দত্ত
  • আলিপুরদুয়ার,
  • 25 Dec 2021,
  • Updated 4:39 PM IST
  • 1/6

ভারত-ভুটান সীমান্তে প্রতিবেশী দেশ ভুটানের সীমান্ত প্রাচীর নির্মাণের পর এবার সীমান্ত এলাকায় ভুটানের নজরমিনার (ওয়াচ টাওয়ার) নির্মাণকে কেন্দ্র করে ক্ষোভ ছড়াচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন মহলে। পরিবেশপ্রেমী বা বিশেষজ্ঞরাই নন, ভারত-ভূটান সীমান্তের কাছে থাকা ভারতের স্থানীয় মানুষের মধ্যেও ভুটানের সাম্প্রতিক সীমান্ত কার্যকলাপ নিয়ে তীব্র ক্ষোভ ছড়াতে শুরু করেছে। ভুটানের এই সমস্ত কার্যকলাপে অন্য একটি দেশের মদত রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

 

  • 2/6

আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত সংলগ্ন  নিজেদের অংশেই ওয়াচ টাওয়ার নির্মান শুরু করেছে। আচমকাই কেন এই ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ শুরু করেছে প্রতিবেশী বন্ধু দেশটি, তা সীমান্তের স্থানীয় বাসিন্দাদের কাছেও স্পষ্ট নয়। সূত্রের খবর সীমান্তে পাহারায় নিযুক্ত ভারতীয় সেনা বাহিনীর গতিবিধির উপর নজর রাখতেই ওয়াচ টাওয়ার নির্মানের কাজ শুরু করেছে ভুটান। জানা গিয়েছে এই ওয়াচ টাওয়ারগুলোতে ভুটান তাদের নিজেদের পুলিশ মোতায়েন করবে।

  • 3/6

এ ছাড়াও, নদীর মাঝখান দিয়ে তারের শক্তপোক্ত জালের বেড়াও দিয়েছে প্রতিবেশী দেশটি। ইতিমধ্যেই সংকোশ থেকে চামুর্চি পর্যন্ত ১২ ফুট উঁচু কংক্রিটের পাঁচিল নির্মানের কাজ শুরু করেছে। আগামী দুই বছরের মধ্যে সেই কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে ভুটান। এরপর অসমের দিকে সামড্রুপজোংখা পর্যন্ত ওয়াল নির্মান করবে সেই পাহাড়ি দেশটি।

  • 4/6

ভুটান সীমান্ত এলাকায় ভারতীয় অংশে এসএসবির নজরদারি রয়েছে। তবে গোটা বিষয়ে এসএসবির তরফেও কোনও বিবৃতি পাওয়া যায়নি।পাশাপাশি গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার ভূমিকা নিয়েও ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে। বুধবার গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন পরিবেশবিদ সুভাষ দত্ত। তিনি বলেন,ভুটান পৃথিবীর সুখী দেশ। তবে উত্তরবঙ্গের মানুষকে, পরিবেশকে অসুখী করার কোন অধিকার তাদের নেই। আমি কেন্দ্রের বিদেশমন্ত্রক, পরিবেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করব। কেন্দ্র সরকারকে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবার কথা বলব। ন্যাফের সচিব অনিমেষ বসু বলেন, উত্তরবঙ্গের সাথে ভুটানের যে সীমানা রয়েছে, তার ৯০ শতাংশের বেশি অরণ্য।

  • 5/6

এই পথে বিভিন্ন ধরণের বন্যপ্রাণীদের করিডর রয়েছে। যে বন্যপ্রাণীটি আন্তর্জাতিকভাবে ভারতে বিরলতম, ভুটানেও একইভাবে বিরলতম। 
বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা বলেন,আমরা অবশ্যই বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে জানাবো। পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতাদেরও বলব। কারণ এটা আন্তর্জাতিক ইস্যু।

 

  • 6/6

জয়গাঁর স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম তিলক বাহাদুর ছেত্রী বলেন, ভুটান বন্ধুরাস্ট্র হলেও গত দুই বছরে তাদের আচরণ যথেষ্টই সন্দেহজনক মনে হচ্ছে। কেন, বেড়া, ওয়াচ টাওয়ারের নির্মাণ তা কিছুই জানিনা আমরা। জয়গাঁ সীমান্তেও কংক্রিটের দেওয়াল উঠছে। দুটি দেশের মানুষের মধ্যেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি হতে পারে।

Advertisement
Advertisement