Advertisement

পশ্চিমবঙ্গ

North Bengal Weather Forecast: কয়েক ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে ধেয়ে আসছে অতিবৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা?

Aajtak Bangla
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 18 Jul 2022,
  • Updated 7:47 PM IST
  • 1/12

সোমবারই ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। যদিও রবিবার রাতে মাঝারি বৃষ্টি হলেও তেমন ভারী বৃষ্টি হয়নি উত্তরবঙ্গের কোথাও। তবে তাপমাত্রার যে দাবদাহ চলছিল, তা অনেকটাই কমেছে।

 

 

  • 2/12

গত কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের ফলে একাধিক অসুস্থ হয়ে পড়ে। এক কলেজ পড়ুয়া ছাত্রী দিনহাটায় গরমের তীব্রতায় অসুস্থ হয়ে মারা যান।

  • 3/12

রবিবারের বৃষ্টির পর সেই পরিস্থিতি আর কোথাও নেই তরাই-ডুয়ার্স সহ গোটা উত্তরবঙ্গে। তাই খানিকটা স্বস্তি ফিরেছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে।

  • 4/12

তবে মঙ্গলবারের মধ্যে উত্তরের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে একদিকে আশা ও আশঙ্কার যৌথ ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গবাসীর মনে।

  • 5/12

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন পূর্বাভাস অনুযায়ী, ১৯ জুলাই মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে।

 

  • 6/12

কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  • 7/12

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ জুলাই বুধবার সকালের মধ্যে শুধুমাত্র দার্জিলিং-এ ভারী বৃষ্টি আর কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

  • 8/12

বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

  • 9/12

এদিনের পরে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ৩৪-৩৫ ডিগ্রির মধ্য়েই ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের গড় তাপমাত্রা বলে জানিয়েছে হাওয়া অফিস।

  • 10/12

তবে যেভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে ফের উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা ভাসতে পারে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

  • 11/12

সেখানেই আশঙ্কা। কারণ একদিকে ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সেই জল নেমে এলে জয়গাঁ, বীরপাড়া, মাদারিহাট, আলিপুরদুয়ারের একাধিক এলাকা ভাসতে পারে।

  • 12/12

পাশাপাশি কালজানি, তোর্সা, শিলতোর্সা, আত্রেয়ী, কর্নজোড়া, তিস্তা, করতোয়া, করলা, মহানন্দা, বালাসন, বুড়ি বালাসন নদীর দিকে প্রশাসন নজর রাখছে। কারণ বৃষ্টি বাড়লেই এই নদীগুলি উত্তরবঙ্গে আতঙ্ক হয়ে দেখা দেয়।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement