Advertisement

উত্তরবঙ্গ

Landslide Prone Area Of North Bengal: উত্তরবঙ্গ-পাহাড়ের ধসপ্রবণ এলাকা কোনগুলি? ঘুরতে যাওয়ার আগে জেনে রাখুন

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 02 Jul 2022,
  • Updated 8:18 PM IST
  • 1/10

ধসে বিধ্বস্ত পাহাড়। লাগাতার ধসে যাচ্ছে কখনও দার্জিলিং, কখনও কালিম্পং কিংবা মিরিক-কার্শিয়াং। ফলে যাঁরা ঘুরতে আসার পরিকল্পনা করছেন, তাঁদের জানা উচিত দার্জিলিং ও সিকিমের কোন কোন এলাকা আসলেই ধসপ্রবণ।

  • 2/10

কারণ ঘুরতে আসার চেয়ে প্রাণের সুরক্ষা বেশি জরুরি। যেখানে এবার বেশ কয়েকজন পর্যটককে প্রাণ হারাতে হয়েছে। তাই আগে থেকে জেনে রাখলে সুরক্ষিতভাবে ঘোরাও যাবে, আবার ঝুঁকিও নিতে হবে না।

  • 3/10

পাহাড়ের কোন এলাকা এড়িয়ে চলবেন?

কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং এর দক্ষিণ-পশ্চিম দার্জিলিং পার্বত্য অঞ্চল অত্যন্ত ধসপ্রবণ বলে মনে করছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই) ৷ কয়েক বছর আগেই তারা এই পর্যবেক্ষণ জারি করেছিল। একটি সংবাদপত্রে প্রকাশিত দার্জিলিংয়ের পাশাপাশি, প্রতিবেশী রাজ্য সিকিমের উত্তর ও পশ্চিমাঞ্চলেও এমন ধসপ্রবণতা রয়েছে বলে তারা জানান।

  • 4/10

দার্জিলিংয়ের কোন কোন এলাকা ধসপ্রবণ?

তাঁরা একটা মানচিত্র জারি করেছিলেন। তাতে দার্জিলিং পার্বত্য এলাকার মোট ভূখণ্ডের ১৭ শতাংশই অতি ধসপ্রবণ বলে চিহ্নিত করেন তাঁরা ৷ এর মধ্যে রয়েছে মিরিকের তিনধারিয়া, লিম্বুধার, কার্শিয়াংয়ের গিদ্দাপাহাড়, গয়াবাড়ি, পাগলাঝোরা, দ্বারগাঁও ৷ মাঝারি ধসপ্রবণ এলাকা ৪০ শতাংশ ৷ বাকি ৪৩ শতাংশ তুলনায় অনেক কম ধসপ্রবণ৷

  • 5/10

কয়েক বছর আগেই তাঁরা এই ম্যাপ জারি করেছিলেন। যা এখন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। আগামী দিনে এই এলাকাগুলি আরও ধসের শিকার হতে পারে। দার্জিলিংয়ের মোট এলাকার পরিমাণ ২,৯২৩ বর্গ কিলোমিটার৷

  • 6/10

সিকিমের কোন এলাকা বর্ষায় এড়িয়ে যাওয়া ভাল?

প্রতিবেশী সিকিমেও মানচিত্র তৈরির কাজ করেছে জিএসআই ৷ মানচিত্র বলছে উত্তর-পশ্চিম সিকিমই বেশি মাত্রায় ধসপ্রবণ৷ লাচুং, লাচেন, গুরুডোংমার, জুলুক এলাকায় বর্ষায় এড়িয়ে যাওয়া ভাল।

  • 7/10

কেন ধস নামছে?

অতিবৃষ্টির কারণ ছাড়াও এই এলাকার টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে গোটা হিমালয়ের পাথর ক্রমশ ভঙ্গুর হয়ে পড়ছে ৷  তাছাড়া এই এলাকা নবীন পাললিক শিলায় গঠিত। যার কারণে মাটি-পাথরের বুনন জমাট নয় ততটা। যার জেরেই দার্জিলিং-সিকিম এলাকায় অতি বৃষ্টিতে ধস নামছে বলে বিশেষজ্ঞদের মতামত ৷

  • 8/10

ধস সামলাতে বিভিন্ন সময়ে গত এক বছর ধরে বিজনবাড়ি-পালবাজার, সিটং-সেলফু, গোরুবাথান, লিম্বুধারা এলাকায় কর্মশালা হয়েছে ৷ যার লক্ষ্য, ধসপ্রবণ এলাকায় বিকল্প পথ তৈরি করা৷

  • 9/10

গোটা দেশের ১৭ টি রাজ্য ধসপ্রবণ

জিএসআইয়ের মত অনুযায়ী পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের আরও ১৭টি রাজ্য ধসপ্রবণ রয়েছে। তার মধ্য নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অসম, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ, জম্মু-কাশ্মীরের মতো এলাকার বহু জায়গা ধসপ্রবণ। 

 

  • 10/10

এই ধসের জেরে প্রতি বছর লক্ষাধিক জীবনহানি ঘটে। জিএসআইয়ের মানচিত্র জুড়ে তিনটি এলাকা চিহ্নিত করা হয়েছে ৷ অতি ধসপ্রবণ, ধসপ্রবণ এবং ধস সম্ভাবনাময়৷

Advertisement
Advertisement