Advertisement

পর্যটকদের জন্য সুখবর! শুরু হয়ে গেল ডুয়ার্স পর্যটন কার্নিভাল

আপনি কি বেরাতে যাওয়ার প্ল্যান করছেন? কিন্তু ঠিক করে উঠতে পারছেন না কোথায় যাবেন। তাহলে আপনার জন্য সুখবর। শুরু হয়ে গেল ডুয়ার্স পর্যটন কার্নিভাল (Dooars Tourism And Cultural Carnival 2021)। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কার্নিভাল চলবে আগামী ১৫ দিন। এদিন ডুয়ার্সের রাজাভাতখাওয়াতে সূচনা হয় কার্নিভালের। শুরুতেই প্রচুর মানুষের সমাগম দেখা যায়। তাঁদের মধ্যে ছিলেন প্রচুর সংখ্যক পর্যটকও। ডুয়ার্সে বেরাতে এসে হঠাৎ পাওয়া কার্নিভালে ব্যাপক খুশি পর্যটকরাও। 

কার্নিভালের সূচনা
Aajtak Bangla
  • ডুয়ার্স,
  • 12 Jan 2021,
  • अपडेटेड 11:17 PM IST
  • ডুয়ার্সে শুরু পর্যটন কার্নিভাল
  • কার্নিভাল চলবে ১৫ দিন
  • ব্যাপক খুশি পর্যটকরা

আপনি কি বেরাতে যাওয়ার প্ল্যান করছেন? কিন্তু ঠিক করে উঠতে পারছেন না কোথায় যাবেন। তাহলে আপনার জন্য সুখবর। শুরু হয়ে গেল ডুয়ার্স পর্যটন কার্নিভাল (Dooars Tourism And Cultural Carnival 2021)। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কার্নিভাল চলবে আগামী ১৫ দিন। এদিন ডুয়ার্সের রাজাভাতখাওয়াতে সূচনা হয় কার্নিভালের। শুরুতেই প্রচুর মানুষের সমাগম দেখা যায়। তাঁদের মধ্যে ছিলেন প্রচুর সংখ্যক পর্যটকও। ডুয়ার্সে বেরাতে এসে হঠাৎ পাওয়া কার্নিভালে ব্যাপক খুশি পর্যটকরাও। 

প্রসঙ্গত, ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় বাস করেন টোটো, রাভা, মেচ, ডুকপা, লেপচা, আদীবাসি, খাড়িয়া সহ বিভিন্ন জনজাতির মানুষ। তাঁদের নানা সংস্কৃতি। সেই কারণে ডুয়ার্সকে 'মিনি ভারত'ও বলেন কেউ কেউ। ডুয়ার্সের এই মিশ্র সংস্কৃতিকে কাছ থেকে দেখতে বছর বছর এখানে ছুটে আসেন পর্যটকরা। তবে করোনা অতিমারির জন্য এবছর ব্যাপক ক্ষতির মুখোমুখি পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা। পর্যটনের সঙ্গে যুক্ত বহু মানুষ কার্যত কর্মহীন হয়ে পড়েন। সেই দিক থেকে দেখতে গেলে এই কার্নিভাল ব্যবসার পালে কিছুটা হাওয়া লাগাবে বলেই আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। 

এই প্রসঙ্গে ডুয়ার্স ট্যুরিজম এণ্ড কালচারাল কার্নিভালের উদ্যোক্তা  রামকুমার লামা জানাচ্ছেন, "ডুয়ার্সে বিভিন্ন জনজাতি মানুষের বসবাস। প্রত্যেকের রয়েছে নিজস্ব সংস্কৃতি, পোশাক, খাদ্যাভ্যাস। সেই সব কিছুই এখানে তুলে ধরা হবে।" এক্ষেত্রে প্রথম দিনের ভিড় দেখে উৎসাহিত উদ্যোক্তারা। তাঁদের আশা কার্নিভালের বাকি দিনগুলোতেও যথেষ্ঠই মানুষের সমাগম হবে। এমনকি কার্নিভালের খবর পেয়ে দূরের পর্যটকরাও ডুয়ার্সে পা রাখতে পারেন বলে আশাপ্রকাশ করছেন তাঁরা। এখন দেখার কার্নিভালের বাকি দিনগুলিতে শেষ পর্যন্ত কত মানুষ ভিড় জমান ডুয়ার্সে। 
 

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement