Bikaner Express Accident : দুর্ঘটনাস্থলে আসছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী, আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

Aajtak Bangla | ময়নাগুড়ি | 13 Jan 2022, 10:03 PM IST

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ল আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। অন্তত ১২টি বগি লাইনচ্যুত হয়েছে বলে মনে করা হচ্ছে। বহু হতাহতের সম্ভাবনা। রেল ও জলপাইগুড়ি জেলা প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমেছে। ময়নাগুড়ি হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, জলপাইগুড়ি জেলা হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে।

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ল আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। অন্তত ১২টি বগি লাইনচ্যুত হয়েছে বলে মনে করা হচ্ছে। বহু হতাহতের সম্ভাবনা। রেল ও জলপাইগুড়ি জেলা প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমেছে। ময়নাগুড়ি হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, জলপাইগুড়ি জেলা হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে।

10:03 PM (2 বছর আগে)

দুর্ঘটনাস্থলে আসবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

Posted by :- suvam

দুর্ঘটনাস্থলে আসবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্যুইট করে এমনটাই জানালেন তিনি। উদ্ধারকার্য আপাতত শেষ হয়েছে। তবে আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনার পরে ট্যুইট করে সমবেদনা জানিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

 

9:53 PM (2 বছর আগে)

আহত ৩ রেলযাত্রীর অবস্থা আশঙ্কাজনক

Posted by :- suvam

ময়নাগুড়িতে রেল দুর্ঘটনায় গুরুতর আহত ৩ রেলযাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হল। আহতরা হলেন সুমন দে ,অটল দে এবং ধর্মেন্দ্র চৌধুরী। জানা গিয়েছে আরও একজনকে মেডিকেলে রেফার করেছে। আপাতত মালদা থেকে এনজেপি পর্যন্ত ট্রেন চলাচল করছে। 

8:52 PM (2 বছর আগে)

রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির আয়োজন

Posted by :- Sangram Singha Roy

আলিপুরদুয়ারে রক্তদান শিবির আয়োজন করে রক্তের সংকট মোকাবিলা করা হচ্ছে

8:22 PM (2 বছর আগে)

ঘটনার তদন্ত চাইলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী

Posted by :- Sangram Singha Roy

গোটা ঘটনার পিছনে গাফিলতি রয়েছে। কার গাফিলতি তা দ্রুত খতিয়ে দেখতে কেন্দ্রীয় রেলমন্ত্রককে চাপ অধীরের।

8:19 PM (2 বছর আগে)

অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রেলমন্ত্রীর সঙ্গে দুর্ঘটনা নিয়ে কথা বলছেন

Posted by :- Sangram Singha Roy

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দুর্ঘটনা নিয়ে কথা বললেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সবরকম সহায়তার আশ্বাস।

8:17 PM (2 বছর আগে)

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে

Posted by :- Sangram Singha Roy

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে। তবে আগে উদ্ধার কাজ শেষ হলে পরে ট্রেন সরানো হবে বলে জানানো হয়েছে। 

 

8:03 PM (2 বছর আগে)

মৃতদের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা রেলের

Posted by :- Sangram Singha Roy

মৃতদের জন্য ৫ লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ ঘোষণা রেলের। পাশাপাশি গুরুতর জখমদের ১ লক্ষ টাকা এবং অল্প আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

8:01 PM (2 বছর আগে)

দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়লো ৫

Posted by :- Sangram Singha Roy

ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫, আতঙ্কের পরিবেশ চারিদিকে

7:42 PM (2 বছর আগে)

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে ঘিরে রয়েছেন জনতা, চলছে উদ্ধারকাজ

Posted by :- Sangram Singha Roy

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে ঘিরে রয়েছেন জনতা, চলছে উদ্ধারকাজ

 

7:36 PM (2 বছর আগে)

শুক্রবার দোমহনি আসছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Posted by :- Sangram Singha Roy

ট্রেন দুর্ঘটনার জায়গা ঘুরে দেখতে শুক্রবারই দোমহনি আসছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি নিজেই সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন।

7:26 PM (2 বছর আগে)

মৃত বেড়ে ৪

Posted by :- Arindam

উত্তরবঙ্গের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৪। এখনও পর্যন্ত ৪০ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

7:14 PM (2 বছর আগে)

ময়নাগুড়ি রেল দুর্ঘটনা নিয়ে অশ্বিনী বৈষ্ণবের টুইট

Posted by :- Sangram Singha Roy

 

7:06 PM (2 বছর আগে)

বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা নিয়ে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

Posted by :- Sangram Singha Roy

বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা নিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্বেগ প্রকাশ করলেন তিনি।

7:05 PM (2 বছর আগে)

ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Posted by :- Arindam

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

7:04 PM (2 বছর আগে)

একাধিক কন্ট্রোলরুম খুলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে

Posted by :- Sangram Singha Roy

দানাপুর, বারাবনি, দীন দয়াল উপাধ্যায় জংশন, সোনাপুর, নওগাছিয়া, খাগারিয়াতে আলাদা কন্ট্রোল রুম খোলা হল।

7:01 PM (2 বছর আগে)

নিউ জলপাইগুড়ি স্টেশনে খোলা হলো কন্ট্রোল রুম

Posted by :- Sangram Singha Roy

নিউ জলপাইগুড়ি স্টেশনে খোলা হলো কন্ট্রোল রুম, নম্বরটি হল ৯০০২০৪১৯৫১

6:55 PM (2 বছর আগে)

ট্রেন ও যাত্রী সম্পর্কে খোঁজখবরের জন্য রেলের তরফে জারি করা হল হেল্পলাইন নম্বর

Posted by :- Sangram Singha Roy

৮১৩৪০৫৪৯৯৯ এই নম্বরটি দুর্ঘটনাগ্রস্ত ট্রেন ও যাত্রী সম্পর্কে খোঁজখবরের জন্য রেলের তরফে জারি করা হয়েছে।

6:52 PM (2 বছর আগে)

ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেন NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায়

Posted by :- Sangram Singha Roy

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেন NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায়

6:50 PM (2 বছর আগে)

কোচবিহার প্রশাসনের পক্ষ থেকে পুলিশ কর্মীরা রওনা হয়েছেন ঘটনাস্থলে

Posted by :- Sangram Singha Roy

ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় কোচবিহার প্রশাসনের পক্ষ থেকে  ২০ জন পুলিশ কর্মী রওনা হয়েছেন ঘটনাস্থলে।

6:46 PM (2 বছর আগে)

যাত্রীদের উদ্ধারকাজে হাত লাগানো হচ্ছে

Posted by :- Sangram Singha Roy

আটকে পড়া যাত্রীদের বের করতে গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে

6:44 PM (2 বছর আগে)

বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় উদ্ধার শুরু

Posted by :- Sangram Singha Roy

উদ্ধার শুরু করতে রাত হওয়ায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে, তবে পুরোদস্তুর উদ্ধার শুরু হয়েছে

6:43 PM (2 বছর আগে)

দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার কাজ শুরু, বহু আটকে কামরায়

Posted by :- Sangram Singha Roy

দুর্ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে