Political Excitement In Coachbehar: এক বছর আগে হামলা হয়েছিল তৃণমূল বিধায়ক উদয়ন গুহর উপর। তখন অবশ্য তিনি বিধায়ক ছিলেন না। সেই হামলায় অভিযোগ উঠেছিল বিজেপি নেতা অজয় রায়ের দিকে। তার বাড়ির সামনে প্রায় ১ বছর পর বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থকরা। রবিবার দুপুরে কোচবিহারের দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডে তাঁর বাড়িতে বিজেপির একাধিক বিধায়ক হাজির ছিলেন। তাঁদের সামনেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। আচমকা উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দিনহাটা থানা থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। নইলে গোলমাল বাড়তে পারতো। পরে এদিন দিনহাটা থানাতেও বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা।
আরও পড়ুনঃ কার্তিক মাসে এভাবে লক্ষ্মীপুজো করুন, রোগমুক্তি-আর্থিক সমৃদ্ধি
বছর খানেক আগে উদয়ন গুহর ওপর হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত, বিজেপির মণ্ডল সভাপতি অজয় রায়। দিনদুয়েক আগেও এই বিজেপি নেতা উদয়ন গুহর গরমাগরম বিবৃতির পাল্টা দিয়েছিলেন। তিনি বিধায়কের হাড়গোড় ভেঙে বস্তাবন্দি করার হুমকি দিয়েছিলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এদিন তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর সংবাদমাধ্যমকে জানিয়েছেন , তৃণমূলে থাকাকালীন কিছু লোক অশান্তি ছড়ানোর চেষ্টা করছিল। এখন তারাই বিজেপিতে গিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে অশান্ত করার চেষ্টা করছে।
আরও পড়ুনঃ অনিদ্রা দূর হবে, মাথা ব্যথাও পালাবে; ওষুধের বদলে এই খাবার খান নিয়মিত