পুজোর মরশুমে দার্জিলিংয়ে কয়েক মাস আগে থেকেই হোটেল-লজগুলিতে বুকিং প্রায় শেষ। তাই নতুন করে প্ল্যান করলে বুকিং পাওয়া একটু মুশকিল বটে। আর যদি বড় দল নিয়ে পুজোর সময় যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে পছন্দের জায়গায় বুকিং প্রায় পাওয়া যাচ্ছে না বললেই চলে। দার্জিলিং যদি যেতে চান অথচ বুকিং পাচ্ছেন না, তাহলে আপনাদের জন্য বিকল্প সুবিধা রয়েছে। দার্জিলিং মল এবং চৌরাস্তা থেকে দু-চার পাঁচ মিনিট হাঁটা পথে যেগুলি আপনাকে হোটেল লজ এর চেয়েও বেশি আনন্দ দিতে পারে, পাশাপাশি খরচও খুব একটা বেশি নয়। বাড়তি পাওনা ঘরোয়া পরিবেশে থাকার সুবিধা, উষ্ণ আতিথেয়তা এবং প্রতিটি হোমস্টের আলাদা সিনিক বিউটি। হ্যাপি ভ্যালি হোমস্টে, লিটিল সিংমারি হোমস্টে, পাহাড়ি সোল হোমস্টে, হিয়াগরিভা হোমস্টে, স্প্রিংফিল্ড স্টেজ, সমীর হোমস্টে, হিমালয়ান ইনন, সিঙ্গেল হোমস্টে এগুলি শহরের খুব কাছে অথচ মানসিক ও পরিবেশগতভাবে অনেকটাই বিচ্ছিন্ন। আপনার কয়েকদিনের ছুটিযাপনের জন্য আদর্শ ঠিকানা হতে পারে। এছাড়াও জেলার কার্শিয়াং এর মকাইবাড়ি, লামা হাটা, লাটপাঞ্চার, মানেভঞ্জনেও একাধিক হোমস্টে রয়েছে। যেখানে ছুটির কটা দিন অন্যরকম যাপন করে আসতে পারেন।