উত্তরবঙ্গের চা বাগানের সঙ্গে গোটা পৃথিবীর সংযোগ বহু পুরনো। ব্রিটিশ আমল থেকেই ব্রিটিশরা উত্তরবঙ্গের চাবাগানগুলিতে বাংলো বানিয়ে তাতে থাকতেন। অনেক জায়গায় সেইসব বাংলা থেকে আস্তে আস্তে ব্রিটিশরা পাততাড়ি গুটিয়ে চলে গেলেও বাংলোগুলি রয়ে গিয়েছে Manager's বাংলো হিসেবে স্বমহিমায়। যেগুলি এই গরমে বিকল্প ডেস্টিনেশন হতে পারে।