করোনা পরিস্থিতির জেরে মকর সংক্রান্তিতে এবার বসেনি জয়দেব - কেন্দুলির (Joydev-Kenduli) মেলা। পরিস্থিতির প্রয়োজনে তা মেনে নিয়েছেন বাউল ফরিকরাও। তবে জয়দেব - কেন্দুলিতে না হলেও বাউল গানের (Baul Song) আসর কিন্তু থেমে থাকেনি। পৌষ সংক্রান্তিতে মা গঙ্গা ও ভোলানাথের পুজো উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের (East Burdwan) গলসির (Galsi) আদ্রাহাটিতে জমে উঠল বাউল গানের আসর।
লোকগান তথা লোক সংস্কৃতির পৃষ্ঠপোষক সংস্থা 'প্রেমের একতারা' ও 'জয়গুরু বাউল সম্প্রদায়'-এর যৌথ উদ্যোগে এই আসরের আয়োজন করা হয়। পৌষ সংক্রান্তির দিন স্থানীয় বাঁকা নদীর পাশে শুরু হওয়া এই উৎসব চলবে শনিবার পর্যন্ত। উৎসবের সূচনা করেন শিল্পী ভৈরব খ্যাপা।
এই প্রসঙ্গে প্রেমের একতারার কর্ণধার সমরজিত সুমার জানান, লোক সংস্কৃতির প্রচার ও প্রসার এবং প্রতিভাবান অনামি শিল্পীদের তুলে ধরতেই তাঁদের এই উদ্যোগ।
প্রেমের একতারার অপর এক পদাধিকারী তথা শিল্পী মানস মুখোপাধ্যায় জানান, রাজ্যের অন্তত ৬টি জেলা থেকে উৎসবে যোগ দিয়েছেন শিল্পীরা।
গান শুনতে ভিড় জমান বহু মানুষ। উৎসবকে ঘিরে ছোটখাটো একটি মেলাও বসে। যেখানে বিভিন্ন খাবারের স্টলের পাশাপাশি দেখা গেল হস্তশিল্পের পসরা।
শুধু এই ধরনের উৎসবের আয়োজনই নয়, লোকশিল্প ও শিল্পীদের উন্নয়নের লক্ষ্যে বছরভর আরও নানান কর্মসূচি চালায় প্রেমের একতারা।