Advertisement

দক্ষিণবঙ্গ

বাউল গানে মাতোয়ারা গলসি, মানব মিলনের বার্তা দিল 'প্রেমের একতারা'

প্রীতম ব্যানার্জী
  • 15 Jan 2021,
  • Updated 4:39 PM IST
  • 1/6

করোনা পরিস্থিতির জেরে মকর সংক্রান্তিতে এবার বসেনি জয়দেব - কেন্দুলির (Joydev-Kenduli) মেলা। পরিস্থিতির প্রয়োজনে তা মেনে নিয়েছেন বাউল ফরিকরাও। তবে জয়দেব - কেন্দুলিতে না হলেও বাউল গানের (Baul Song) আসর কিন্তু থেমে থাকেনি। পৌষ সংক্রান্তিতে মা গঙ্গা ও ভোলানাথের পুজো উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের (East Burdwan) গলসির (Galsi) আদ্রাহাটিতে জমে উঠল বাউল গানের আসর।

  • 2/6

লোকগান তথা লোক সংস্কৃতির পৃষ্ঠপোষক সংস্থা 'প্রেমের একতারা' ও 'জয়গুরু বাউল সম্প্রদায়'-এর যৌথ উদ্যোগে এই আসরের আয়োজন করা হয়। পৌষ সংক্রান্তির দিন স্থানীয় বাঁকা নদীর পাশে শুরু হওয়া এই উৎসব চলবে শনিবার পর্যন্ত। উৎসবের সূচনা করেন শিল্পী ভৈরব খ্যাপা।

  • 3/6

এই প্রসঙ্গে প্রেমের একতারার কর্ণধার সমরজিত সুমার জানান, লোক সংস্কৃতির প্রচার ও প্রসার এবং প্রতিভাবান অনামি শিল্পীদের তুলে ধরতেই তাঁদের এই উদ্যোগ।

  • 4/6

প্রেমের একতারার অপর এক পদাধিকারী তথা শিল্পী মানস মুখোপাধ্যায় জানান, রাজ্যের অন্তত ৬টি জেলা থেকে উৎসবে যোগ দিয়েছেন শিল্পীরা।

  • 5/6

গান শুনতে ভিড় জমান বহু মানুষ। উৎসবকে ঘিরে ছোটখাটো একটি মেলাও বসে। যেখানে বিভিন্ন খাবারের স্টলের পাশাপাশি দেখা গেল হস্তশিল্পের পসরা।

  • 6/6

শুধু এই ধরনের উৎসবের আয়োজনই নয়, লোকশিল্প ও শিল্পীদের উন্নয়নের লক্ষ্যে বছরভর আরও নানান কর্মসূচি চালায় প্রেমের একতারা।

Advertisement
Advertisement