Advertisement

দক্ষিণবঙ্গ

মাঘের শীত বাঘের গায়ে! দক্ষিণবঙ্গে শৈত্য প্রবাহের সতর্কতা হাওয়া অফিসের

তপন কুমার নস্কর
  • 01 Feb 2021,
  • Updated 6:07 PM IST
  • 1/6

কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে। এবার বোধ হয় সেই চলতি কথাকেই সত্যি করতে চলেছে শীত (Winter)। এই বছর শীতের গোটা মরশুমেই তাপমাত্রার পারদের ব্যাপক উত্থানপতনের সাক্ষী থেকেছেন বঙ্গবাসী। 

  • 2/6

মাঝখানে তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে শীতপ্রেমীদের মনে একপ্রকার প্রশ্ন উঠতে শুরু করে দেয়, তবে কি জাকিয়ে ঠাণ্ডা এবার আর উপভোগ করা যাবে না? কিন্তু না, সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পূর্ণ উদ্যোমে ফিরে এসেছে শীত।

  • 3/6

বিগত কয়েকদিন ধরে একেবারে হাড় কনকনে ঠাণ্ডা বাংলা জুড়ে। আর আজ সোমবার (Monday) মরশুমের শীতলতম দিন (Coldest Day)। এদিন কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম।

  • 4/6

এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় শৈত্য প্রবাহের (Cold Wave) সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং ও কালিম্পং বাদ দিয়ে বাকি জেলাগুলিতে রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা।

  • 5/6

এছাড়া মালদা ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

  • 6/6

তবে ৪৮ ঘণ্টা পর থেকে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানা যাচ্ছে। বৃষ্টির অবশ্য কোনও সম্ভাবনা নেই। 
 

Advertisement
Advertisement