Advertisement

দক্ষিণবঙ্গ

চন্দ্রকোনায় হাতির তাণ্ডব, নষ্ট ফসল, অল্পের জন্য রক্ষা ফেরিওয়ালার

শাজাহান আলী
  • 23 Dec 2020,
  • Updated 12:29 PM IST
  • 1/5

সাতসকালে দাপিয়ে বেড়াল হাতি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বড়আকনা গ্রামের ঘটনা। 

  • 2/5

বুধবার গ্রামের পাশে প্রথমে দেখা যায় হাতিটিকে। ছড়ায় আতঙ্ক। গ্রামবাসীরা তাড়া করলে ছোটাছুটি শুরু করে দেয়ে হাতিটি। তাণ্ডবে নষ্ট হয়ে যায় মাঠের ফসল। 

  • 3/5

এক ফেরিওয়ালা হাতির সামনে পড়ে গেলে তাঁর সমস্ত সামগ্রী ভেঙে ফেলে হাতিটি। সাইকেল ফেলে সেখান থেকে পালিয়ে কোনও ভাবে প্রাণ বাঁচান ওই ফেরিওয়ালা। পালাতে গিয়ে আহত হয় এক ছাত্রীও। 

  • 4/5

দীর্ঘ চেষ্টার পর হাতিটিকে সংলগ্ন দামকুড়া জঙ্গলে ঢোকাতে সক্ষম হন গ্রামবাসীরা। 

  • 5/5

বন দফরর সূত্রে খবর, কয়েকদিন ধরেই দামকুড়া জঙ্গলে আশ্রয় নিয়েছে একটি হাতির দল। সেখান থেকেই একটি হাতি কোনও ভাবে দলছুট হয়ে ঢুকে পড়ে গ্রামে। 
 

Advertisement
Advertisement