Advertisement

দক্ষিণবঙ্গ

মুদির দোকানদার থেকে কীভাবে দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত?

Aajtak Bangla
  • বীরভূম,
  • 16 Apr 2021,
  • Updated 11:53 AM IST
  • 1/6

অনুব্রত মণ্ডল। বীরভূমের দাপুটে নেতা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। বলা যায়, রাজ্য রাজনীতির বিতর্কিত নেতাদের মধ্যে অন্যতম তিনি। তাঁর গ্রামের বাড়ি নানুরের হাটসেরান্দি গ্রামে। 

  • 2/6

এখন অনুব্রতর ঠিকানা বোলপুর। স্ত্রী গত হয়েছেন। এখন তাঁর পরিবারের সদস্য বলতে একমাত্র মেয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত এই নেতার পড়াশোনা ক্লাস এইট পর্যন্ত। 
 

  • 3/6

তাঁর বাবার মুদিখানার দোকান ছিল। যুবক বয়সে সেই ব্যবসা দেখাশোনা শুরু করেন। তবে ব্যবসার পাশাপাশি রাজনীতিও করতেন তিনি। কংগ্রেসে হাতেখড়ি তাঁর। তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয় অনুব্রতর।

  • 4/6

তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর বীরভূম জেলার যুব সভাপতি করা হয় অনুব্রতকে। সেই থেকেই তাঁর উত্থান। প্রথম থেকেই ডাকাবুকো নেতা হিসেবে পরিচিত ছিলেন 'কেষ্ট'। 

  • 5/6

২০০৩ সালে বীরভূম জেলার সভাপতি হন অনুব্রত। সেই থেকে ওই পদেই রয়েছেন তিনি। ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর অনুব্রত বীরভূমকে তৃণমূলের গড়ে পরিণত করেন। 
 

  • 6/6

বিতর্কিত মন্তব্যের জন্য বারবার খবরের শিরোনামে এসেছেন অনুব্রত। তাঁর বিরুদ্ধে বিরোধীরা সন্ত্রাস ছড়ানোর অভিযোগ করেছেন। খেলা হবে, নকুলদানা, পাঁচন, গুড়-বাতাসা- অনুব্রতর এই সব মন্তব্য বেশ জনপ্রিয়ও হয়েছে।   

Advertisement
Advertisement