Advertisement

দক্ষিণবঙ্গ

PHOTOS: ছুটির দিনে দেদার পিকনিক চন্দননগরে, মাস্ক নেই বেশিরভাগের মুখে

প্রীতম ব্যানার্জী
  • 10 Jan 2021,
  • Updated 4:52 PM IST
  • 1/6

কোভ্যাক্সিন (Covaxin) ও কোভিশিল্ডকে (Covishield) ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই (DCGI)। দেশে ভ্যাকসিনের ড্রাইরান (Dry Run) প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে আবার আতঙ্ক বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন। 

  • 2/6

এই পরিস্থিতিতে বাজারে ভ্যাকসিন পুরোপুরি না আসা পর্যন্ত মানুষকে বারেবারেই সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

  • 3/6

তারপরেও রবিবাসরীয় ছুটিতে ধরা পড়ল মানুষের অসেচতনতার ছবি। হুগলির চন্দননগরের একটি পার্কে শীতের মিঠে রোদ পিঠে মেখে পিকনিকে সামিল হতে দেখা গেল বহু মানুষকে।

  • 4/6

 কিন্তু তাঁদের বেশিরভাগেরই মুখে দেখা গেল না মাস্ক। এমনকি মাস্ক নেই শিশুদের মুখেও।

  • 5/6

আর যাঁরা মাস্ক পরেছেন তাঁদের মধ্যে আবার অনেকে ছবি তোলা বা অন্য যে কোনও অজুহাতে মুখের থেকে তা নামিয়ে রেখেছেন।

  • 6/6

সেক্ষেত্রে ভারতে করোনাকালের প্রায় বছর হতে চললেও মানুষের মধ্যে সচেতনতা এখনও কতটা এসেছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

Advertisement
Advertisement