Advertisement

বাংলাদেশে পণ্য পরিবহণের নয়া দিগন্ত, দুর্গাপুর থেকে রেলপথে পৌঁছবে চাল

রেলপথে পণ্য পরিবহণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানচিত্রে উঠে এল দুর্গাপুরের (Durgapur) নাম। রেলপথে দুর্গাপুর থেকে বাংলাদেশে (Bangladesh) শুরু হল পণ্য পরিবহণ। মঙ্গলবার (Tuesday) একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এবং ভারতীয় রেলের সহযোগিতায় চাল বোঝাই ৬০টি কন্টেনার রওনা হল বাংলাদেশের উদ্দেশ্যে। এর ফলে আগের চেয়ে অনেক অল্প সময়ে এবং স্বল্প খরচে বাংলাদেশে পণ্য পরিবহণ করা যাবে বলে জানাচ্ছে বেসরকারি সংস্থাটি।  

যাত্রা শুরু
অনিল গিরি
  • দুর্গাপুর,
  • 19 Jan 2021,
  • अपडेटेड 6:46 PM IST
  • দুর্গাপুর থেকে রেলপথে বাংলাদেশে চাল পরিবহণ
  • 'সড়ক পথের চেয়ে অল্প সময় ও খরচে পৌঁছবে পণ্য'
  • আশাপ্রকাশ করলেন উদ্যোক্তারা

রেলপথে পণ্য পরিবহণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানচিত্রে উঠে এল দুর্গাপুরের (Durgapur) নাম। রেলপথে দুর্গাপুর থেকে বাংলাদেশে (Bangladesh) শুরু হল পণ্য পরিবহণ। মঙ্গলবার (Tuesday) একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এবং ভারতীয় রেলের সহযোগিতায় চাল বোঝাই ৬০টি কন্টেনার রওনা হল বাংলাদেশের উদ্দেশ্যে। এর ফলে আগের চেয়ে অনেক অল্প সময়ে এবং স্বল্প খরচে বাংলাদেশে পণ্য পরিবহণ করা যাবে বলে জানাচ্ছে বেসরকারি সংস্থাটি।  

এই বিষয়ে সংস্থার এক আধিকারিক অনুশ্রী সেন জানান, 'মূলত সড়ক পথে বাংলাদেশে পণ্য পরিবহণ হত। কিন্তু পেট্রাপোল সীমান্তে যেহেতু প্রচণ্ড যানজট, তাই রেলপথে একসঙ্গে ৬০টি কন্টেনার যাওয়া একটি বড় ঘটনা। বর্ধমান, দুর্গাপুর সহ সংলগ্ন অঞ্চল থেকে যাঁদের কৃষি ও অন্যান্য সামগ্রী বাংলাদেশে যায় তাঁদের কাছে এটা একটা বিশাল পাওনা।' অনুশ্রী সেন বলেন, 'শুধু চালই নয়, গুজরাটের কাপড়, গ্রাফইট ও বৈদ্যুতিক সামগ্রী পরিবহণেরও ব্যবস্থা রয়েছে।' 

বাংলাদেশে পণ্য পরিবহণের ক্ষেত্রে এদিন নয়া এক দিগন্ত উন্মোচিত হল। এই উদ্যোগ সফল হলে, আগামিদিনে মাসে ২ থেকে ৩ বার রেলপথে পণ্য পরিবহণ হবে বলে জানান অনুশ্রী সেন। অন্যদিকে নভ শেভা বন্দর দিয়েও পণ্য পরিবহণের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। এক্ষেত্রে কলকাতা বন্দরে জাহাজে অনেক সময় জায়গা পাওয়া যায় না, মূলত সেই কারণেই তাঁদের এই পরিকল্পনা বলে জানান ওই আধিকারিক। তিনি জানান, 'এর মাধ্যমে আগামিদিনে নিজেদের সামগ্রী সরাসরি কৃষকরাই রফতানি করতে পারবেন।' সেই দিক থেকে দেখতে গেলে কৃষকদের কাছেও এটি একটি ভাল সুযোগ বলে মনে করছে এই সংস্থা।  


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement