Advertisement

"গোপন চিঠি বাইরে কেন?" ফিরহাদকে পাল্টা প্রশ্ন জিতেন্দ্রর

"আমি গোপনে চিঠি দিয়েছি, নিজেই চিঠিটা ফাঁস করলেন কেন জানি না। গোপন চিঠি যাঁরা সংবাদমাধ্যমকে দিলেন তাঁরা ভুল করেছেন না আমি ভুল করেছি?" রাজ্যের পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) উদ্দেশ্যে এই প্রশ্নই ছুঁড়ে দিলেন আসানসোল (Asansol) পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা তৃণমূল (TMC) বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। এদিনই পুরমন্ত্রীকে চিঠি দিয়ে জিতেন্দ্র তিওয়ারি জানান, "রাজ্যের কারণেই পাওয়া যায়নি কেন্দ্রীয় প্রকল্পের অনুদান। বঞ্চিত হতে হয়েছে স্মার্ট সিটির জন্য বরাদ্দ ২ হাজার কোটি টাকা থেকেও।" মূলত রাজনৈতিক কারণেই এমনটা হয়েছে বলে মনে করেন জিতেন্দ্র তিওয়ারি। 

জীতেন্দ্র তিওয়ারি
অনিল গিরি
  • আসানসোল,
  • 14 Dec 2020,
  • अपडेटेड 6:00 PM IST
  • গোপন চিঠি ফাঁস নিয়ে পালটা প্রশ্ন
  • ফিরহাদকে পালটা প্রশ্ন জিতেন্দ্রর
  • আগামিকাল ফিরহাদ-জিতেন্দ্র বৈঠক

"আমি গোপনে চিঠি দিয়েছি, নিজেই চিঠিটা ফাঁস করলেন কেন জানি না। গোপন চিঠি যাঁরা সংবাদমাধ্যমকে দিলেন তাঁরা ভুল করেছেন না আমি ভুল করেছি?" রাজ্যের পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) উদ্দেশ্যে এই প্রশ্নই ছুঁড়ে দিলেন আসানসোল (Asansol) পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা তৃণমূল (TMC) বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। এদিনই পুরমন্ত্রীকে চিঠি দিয়ে জিতেন্দ্র তিওয়ারি জানান, "রাজ্যের কারণেই পাওয়া যায়নি কেন্দ্রীয় প্রকল্পের অনুদান। বঞ্চিত হতে হয়েছে স্মার্ট সিটির জন্য বরাদ্দ ২ হাজার কোটি টাকা থেকেও।" মূলত রাজনৈতিক কারণেই এমনটা হয়েছে বলে মনে করেন জিতেন্দ্র তিওয়ারি। 

এদিকে জিতেন্দ্র তিওয়ারির এহেন চিঠির পরেই, ফিরহাদ হাকিম বলেন,"আমার সঙ্গে এই বিষয়ে কখনও কথা বলেনি। আজকে কেন চিঠি দিয়েছে জানি না। ওর সঙ্গে আমার অত্যন্ত ভাল সম্পর্ক। বহুবার কথা হয়েছে, কিন্তু এটা নিয়ে কখনও কিছু বলেনি।" ফিরহাদ আরও বলেন, "কেউ যদি মনে করে তাহলে সে চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো জানিয়েছেন, দরজা সবার জন্য খোলা।" যদিও এরপরেই জিতেন্দ্রকে বৈঠকে ডাকেন পুরমন্ত্রী। মঙ্গলবার কলকাতায় হতে চলেছে বৈঠক। সেখানে ভোট কৌশলী প্রশান্ত কিশোরও উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে। 

ফিরহাদের এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে জিতেন্দ্রকে জিজ্ঞাসা করা হলে, গোপন চিঠি প্রকাশ্যে কীভাবে এল সেই প্রশ্নই তোলেন তিনি। অন্যদিকে এদিন কুলটির ডিসেরগড়ে একটি চুল্লির উদ্বোধনে গিয়েও নাম না করে পুরমন্ত্রীকে কটাক্ষ করেন আসনসোলের পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, "আসানসোল যখন এগিয়ে যাচ্ছে তখন কলকাতায় কিছু মানুষ আছেন যাঁরা এটা চান না, যে আসানসোল এগিয়ে যাক। প্রয়োজনে চেয়ার ছেড়ে ছেড়ে দেব। গাড়ি দিয়েছেন গাড়িও ছেড়ে দেবো, সিকিউরিটি ছেড়ে দেবো। কিন্তু আসানসোল এগিয়ে যাবে।" সেক্ষেত্রে ফিরহাদ - জীতেন্দ্র বাকযুদ্ধের মাঝে এখন মঙ্গলবারের বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।  

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement