Advertisement

উত্তরবঙ্গ

Teesta Sikkim Darjeeling Disaster: সিকিমে বিপদসীমার উপরে তিস্তা, রাতের ঘুম উড়েছে পাহাড়তলির বাসিন্দাদের Photos

Aajtak Bangla
  • কালিম্পং,
  • 08 Jul 2024,
  • Updated 1:51 AM IST
  • 1/12

পাহাড়ে টানা বৃষ্টিতে আবার ফুলেফেঁপে উঠেছে তিস্তা। তিস্তার জল বেড়ে ভেসে গিয়েছে কালিম্পং জেলার তিস্তাপারের বেশ কয়েকটি এলাকা। 

  • 2/12

শনিবারই তিস্তাবাজারের বাসিন্দাদের ‘জলবন্দি’ হয়ে থাকতে হয়েছে। দুপুরের পর জল কিছুটা নেমেছিল। 

  • 3/12

শনিবার রাত থেকে পাহাড়ে ভারী বৃষ্টি হওয়ায় রবিবার ভোর রাত থেকে আবার জলস্ফীতি দেখা গিয়েছে তিস্তায়।

  • 4/12

রবিবার সকাল থেকে বন্যা পরিস্থিতি তৈরি হয় তিস্তাবাজার এলাকায়। জল বইছে তিস্তাবাজার থেকে মেল্লি হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তার উপর দিয়ে।

  • 5/12

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি খানিক কমলেও তিস্তার জলস্তর এখনও সেই ভাবে কমেনি। সেলফিদাড়া, রম্ভি এলাকায় তিস্তার স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। 

  • 6/12

২৮ মাইলে রাস্তা সম্পূর্ণ ভাবে বসে গিয়েছে। সেলফিদাড়ায় রাস্তায় একটি অংশ নদীগর্ভে চলে গিয়েছে। লোহাপুল, ২৯ মাইল, কালিঝোরার কিছু অংশ বসে গিয়েছে।

  • 7/12

আগেও এমন জল এসেছে। কিন্তু দ্রুত নেমে গিয়েছে। ফলে ঘরবন্দি হয়ে থাকলেও খুব বেশি সমস্যায় পড়তে হয়নি। 

  • 8/12

এ বার জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘর থেকে বেরোতে পারছেন না তাঁরা। ১০ নম্বর জাতীয় সড়ক যত দিন না স্বাভাবিক হচ্ছে, সমস্যার শেষ নেই।

  • 9/12

তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে সমতলের জলপাইগুড়ি জেলার একাংশ। কারণ এই এলাকার উপর দিয়ে তিস্তা গিয়েছে।

  • 10/12

আপার জংগুর লিংডং-এ রাস্তা রিস্টোরেশনের কাজ শেষ করার পরে রবিবার জংগুর রাস্তাটি চলাচলের মতো করা হয়েছে। এখানে ১৩ জুন একটি বড় ভূমিধস নামে। 

  • 11/12

যানবাহন এখন Dzongu এবং Shipgyer রুট মাধ্যমে Chungthang এবং Lachung অ্যাক্সেস করতে পারবেন। 

 

  • 12/12

যাইহোক, রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, যাদের শুধুমাত্র জরুরি তাঁদেরই যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement