Advertisement

Malda Explosion Tmc: মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল নেতার পরিত্যক্ত মিলে বিস্ফোরণ, উত্তেজনা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে ঘরটিতে বিস্ফোরণ ঘটেছে সেটি স্থানীয় তৃণমূল নেতার মালিকানাধীন। সেই ঘরের টিনের ছাউনি উড়ে গিয়েছে। বোমা নাকি অন্য কিছু ফেটে এই বিস্ফোরণ, সেই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। যদিও তৃণমূল নেতার দাবি, গ্যাস সিলিন্ডার‌ ফেটে বিস্ফোরণ এই হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, লোকসভা ভোটের আগে বোমা মজুত করা হচ্ছিল।

মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল নেতার পরিত্যক্ত মিলে বিস্ফোরণ, উত্তেজনা
Aajtak Bangla
  • হরিশ্চন্দ্রপুর,
  • 21 Apr 2024,
  • अपडेटेड 6:21 PM IST

ভোটের মুখে উত্তপ্ত মালদা। রবিবার দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুরে একটি পরিত্যক্ত মিলে ব্যাপক শব্দ করে বিস্ফোরণ ঘটে।যাতে আশপাশের কয়েক কিলোমিটার এলাকার লোক চমকে ওঠেন। ঘটনার পর থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী থেকে এই বিস্ফোরণ তা জানার চেষ্টা করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে ঘরটিতে বিস্ফোরণ ঘটেছে সেটি স্থানীয় তৃণমূল নেতার মালিকানাধীন। সেই ঘরের টিনের ছাউনি উড়ে গিয়েছে। বোমা নাকি অন্য কিছু ফেটে এই বিস্ফোরণ, সেই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। যদিও তৃণমূল নেতার দাবি, গ্যাস সিলিন্ডার‌ ফেটে বিস্ফোরণ এই হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, লোকসভা ভোটের আগে বোমা মজুত করা হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তৃণমূল নেতা তথা কুশিদা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য টুম্পা সরকারের স্বামী আব্দুল কাইয়ুমের পরিত্যক্ত তেলের মিলের ঘরে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। উড়ে যায় টিনের ছাউনির একাংশ। পাকা দেওয়াল থেকে ছিটকে যায় ইটও। এরপর পরই বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তৃণমূল এলাকায় আতঙ্ক ছড়িয়ে লোকসভায় ভোট লুঠ করতে চাইছে। তবে তাদের ষড়যন্ত্র কাজ করবে না। তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনকে বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানাবেন বলে জানান। যাঁর পরিত্যক্ত মিল, সেই তৃণমূল নেতা আব্দুল কাইয়ুম জানিয়েছেন, ওই মিলের ঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। ওই ঘরটাতে ছোট্ট একটি গ্যাস সিলিন্ডার রাখা ছিল। প্রচন্ড রোদের কারণে ওই গ্যাস সিলিন্ডারটি ফেটে এই বিস্ফোরণ ঘটেছে। তিনি নিজেই পুলিশকে ফোন করে বিষয়টি জানিয়েছেন বলে জানান। বিরোধীরা ভোটের স্বার্থে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement